আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন আগেই। তবে ক্রিকেটটা যে তার রক্তে মিশে আছে তা আরেকবার প্রমাণ করলেন যুবরাজ সিং।
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর ২২ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস সেই পুরোনো যুবরাজকে মনে করায়। নাতিদীর্ঘ এই ইনিংসে স্বভাবোচিত ভঙ্গিতে পাঁচটি ছক্কা ও তিনটি চার হাঁকান ভারতের প্রাক্তন বাঁ-হাতি। ম্যাচ হারলেও যুবরাজের লড়াই বেশ মনে ধরেছে ক্রিকেট বিশ্বের।
শুরুতে ব্যাট করে যুবরাজের নেতৃত্বাধীন টোরেন্টো ন্যাশনালকে ২০ ওভারে ২২৩ রানের লক্ষ্য দেয় ব্রাম্পটোন উলভস। ফিল্ডিংয়ে একটি দুর্দান্ত ক্যাচও নেন যুবরাজ সিং। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেও তিনি যে এখনও সেরাটা দিতে প্রস্তুত, তা আরও একবার প্রমাণ করেন তিনি।
২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টোরেন্টো ন্যাশনালের ওপেনার তথা নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্র্যান্ডন ম্যাকুলাম ঝড়ো ৩৬ রানের ইনিংস খেলেন। চার নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক যুবরাজ।
কিউই ব্যাটসম্যান কলিন মুনরোর সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেও, শেষ পর্যন্ত ১১ রানে হারতে হয় যুবরাজ সিংয়ের টোরেন্টো ন্যাশনালকে।