কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। দক্ষিণ আফ্রিকায় মেয়েদের ইমার্জিং দলের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও হলোও তাই। অসাধারণ লড়াই করে ম্যাচ হলো টাই, শেষে সুপারওভারে হারল বাংলাদেশের মেয়েরা। আর তাতে নিগার সুলতানাদের গায়ে লাগল হোয়াইট ওয়াশের তকমা। এর আগে অবশ্য ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেেছে বাংলাদেশের মেয়েরা।
রবিবার প্রিটোরিয়ার হাম্মান্সক্রাল মান্দেলা ওভালে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক নাদিন ডি ক্লার্কের ইনিংস সেরা পারফরম্যান্সে এই সিরিজের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে প্রোটিয়ারা। ৩ উইকেটে ১৪৭ রান করে তারা। জবাবে ওপেনার সানজিদা ইসলামের হার না মানা ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ।
ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশ তোলে ১০ রান। তিন বলেই লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকার মেয়েরা। ম্যাচ সেরা হন নাদিন ডি ক্লার্ক।
বাংলাদেশের বোলিং-ব্যাটিং দুটির শুরুটা ভালো হলেও কোনোটাই বেশিক্ষণ টেকেনি। ব্যাটিংয়ে শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু টুমি সেখুখুনের প্রথম তিন বলে দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। শায়লা শারমিন শেষ তিন বলে ৬ রান নিয়ে ম্যাচ টাই করেন।