ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই সাড়া ফেলে দিলেন তরুণ পেসার নবদ্বীপ সাইনি। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেশের হয়ে অভিষেক করেন নভদীপ। আর অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন। চার ওভারে মাত্র ১৭ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন তিনি।
সাইনির শিকারের তালিকায় রয়েছেন শিমরন হেটমায়ের, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড। সেই সঙ্গে ডেথ বোলিংয়ে ২০তম ওভারটি উইকেট মেডেন করেন ডানহাতি এই পেসার। স্বপ্নের অভিষেকে নভদীপকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরও।
একসময়ে সাইনিকে দিল্লির রঞ্জি দলে নেওয়ার জন্য প্রস্তাব রেখেছিলেন গম্ভীর। সেই সময় অবশ্য রাজ্য ক্রিকেট সংস্থার কর্তা বিষেণ সিং বেদী ও চেতন চৌহান সেই প্রস্তাব নাকোচ করেছিলেন। সেকারণেই নভদীপের স্বপ্নের অভিষেকের দিনে, দিল্লির সেই দুই কর্তাকে উদ্দেশ করে টুইটে গম্ভীর লেখেন, 'ভারতের হয়ে অভিষেক করে আজ তুমি বিষণ সিং ও চেতন চৌহানের স্টাম্প ছিটকে দিয়েছে। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।'
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার আগে আইপিএলে বল হাতে নজর কেড়েছেন সাইনি। আইপিএলে আরসিবি ফ্র্যাঞ্চাইজির হয়ে দুরন্ত পারফর্ম্যান্স করে বিরাটের নজরে পড়ে যান। এরপর বিশ্বকাপে ভারতীয় দলের নেট বোলার হিসেবেও উড়ে গিয়েছিলেন সাইনি।
২৬ বছরের পেসারের উত্থানের পেছনে অবশ্য কঠিন পথ চলার লডা়ইয়ের গল্প রয়েছে। একসময় টেনিস বলে ক্রিকেট খেলে ম্যাচ প্রতি ২০০ টাকা রোজগার করতেন তিনি। সেখান থেকে একদিন দিল্লির পেসার সুমিত নারওয়ালের নজরে এসে দিল্লির রঞ্জি দলের নেটে বোলিং করার সুযোগ পান।
বল হাতে দিল্লির সেই সময়ের রঞ্জি অধিনায়ক গৌতম গম্ভীরকে চমকে দিয়েছিলেন। এরপর গম্ভীরের সৌজন্যেই দিল্লির রঞ্জি দলে ডাক পাওয়া। রঞ্জি খেলে আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই শিরোনামে সাইনি!