পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসন শুরু হবে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। পিএসএলের এ আসর পুরোটাই পাকিস্তানের মাটিতে আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সমস্যা হচ্ছে- এ দীর্ঘ সময় পাকিস্তান থাকতে অস্বীকৃতি জানিয়েছে বেশ কিছু বিদেশি ক্রিকেটার।
সূত্র মতে, টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলোও পুরো টুর্নামেন্ট পাকিস্তানের মাটিতে আয়োজনে রাজি নন। তারা চাচ্ছেন আগামী বছরের অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের অর্ধেক ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে। কেননা বর্তমান অবস্থায় পুরো টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজন সম্ভব নয়।
তবে স্থানীয় ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, পুরো আসর পাকিস্তানে আয়োজনে কোন শঙ্কা নেই।
মানি বলেন, ‘সকল ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনা করার পর পিএসএলের পুরো আসর পাকিস্তানে আয়োজনে আমি পিসিবির প্যাট্রন ইন চিফ-এর কাছ থেকে অনুমোদন নিয়েছি। আগামী সোমবার সব দলের স্বত্ত্বাধিকারীদের নিয়ে আমি লাহোরে একটি বৈঠক করবো, যেখানে এ বিষয়টি পুনরায় আলোচনা হবে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোন দল কোন প্রকার সমস্যার কথা বলেননি। অন্য কোথাও ম্যাচ সরিয়ে নেয়ার কোন সম্ভাবনা নেই।’ তবে বোর্ডের একটি সূত্র বেশ কিছু বিদেশি খেলোয়াড়ের পুরো আসর পাকিস্তানে থাকতে অস্বীকারের বিষয়টি নিশ্চিত করেছে।