ওয়ানডে বিশ্বকাপ শেষ, ইংল্যান্ডের এ বিশ্বকাপে ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ ক্রিকেট। সামনে এখন টি-২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপকে ঘিরেই এখন বাংলাদেশ ক্রিকেট দলের সকল পরিকল্পনা।
ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনের আসন্ন এ মেগা ইভেন্টে ভালো ফলাফলের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ভার্সনের এ টুর্নামেন্ট।
টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে চার্ল ল্যাঙ্গেভেল্ডটকে বোলিং কোচ এবং ড্যানিয়েল ভিট্টোরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। আসন্ন এ টুর্নামেন্টকে বিশেষ গুরুত্ব দিয়ে সব ব্যাকরুম স্টাফের সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।
হাবিবুর রহমানের সঙ্গে টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, তাদের পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে টি-২০ ক্রিকেটের জন্য একটি দুর্দান্ত দল গঠন করা। পাইপ লাইনে ফিট টি-২০ ক্রিকেটার খুঁজে বের করার দিকেই এখন জোর দিচ্ছেন তিনি। যাতে এ ফরম্যাটে উন্নতি করা যায়।
জাতীয় ক্রিকেট দলের এ প্রধান নির্বাচক বলেন, সামনে আমাদের টি-২০ বিশ্বকাপ। যে ফরম্যাটে এখনো খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ। এ জন্য আমাদেরকে একটি ভালো দল তৈরি করতে হবে।
নান্নু আরও বলেন, লেভেল-৩ কোচ হওয়ার সুবাদে আমি কৌশলগত দিকগুলো বেশ ভালোই জানি। সুতরাং আমার মনে হয় এ ফরম্যাটে ভালো খেলোয়াড়দের খুঁজে বের করতে পারব। তবে স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।
ভালো খেলোয়াড় খুঁজে বের করার জন্য কিছু টি-২০ টুর্নামেন্ট আয়োজনেরও প্রস্তাব করেন তিনি। বলেন, এ ফরম্যাটে বিপিএল ছাড়া আমাদের আর কোন টুর্নামেন্ট নেই। যে কারণে খেলোয়াড় খুঁজে বের করা কঠিন হয়। একবার ওই টুর্নামেন্ট শুরু করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
প্রধান নির্বাচকের মতে এ মুহূর্তে প্রায় ৬০ জন ক্রিকেটার আমাদের হাতে রয়েছে। তাদের বিভিন্ন দলে খেলার সুযোগ করে দিয়ে দক্ষতা যাচাই করা যেতে পারে। যেটি ক্রিকেট পাইপ লাইনের জন্য ইতিবাচক দিক। তিনি বলেন, বিভিন্ন প্লাটফর্মে ৬০ জন খেলোয়াড় রয়েছে। এটি খুবই ভালো দিক।
এদিকে বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ স্টিভ রোডসকে বিদায় জানিয়েছে বিসিবি। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন খুঁজছেন। টাইগারদের নতুন কোচের ক্ষেত্রেও আসন্ন টি-২০ বিশ্বকাপকে প্রাধান্য দেওয়া হচ্ছে।