ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) অনুষ্ঠিত এ প্লেয়ার্স ড্রাফটে ১৭ জন করে ক্রিকেটার বেছে নিয়েছে টুর্নামেন্টের ৬টি দল।
সিপিএলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসাবে খেলবেন আফিফ হোসেন ধ্রুব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে মাঠ মাতাবেন এ তরুণ টাইগার অলরাউন্ডার। প্লেয়ার্স ড্রাফটের ১৩তম রাউন্ডে দল পেয়েছেন খুলনার এ ক্রিকেটার।
সিপিএলের নিলামে ১৯ বাংলাদেশি ক্রিকেটার যাক পেয়েছিলেন। তারা হলেন- তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান।
তাদের মধ্যে একমাত্র আফিফকে দলে নিয়েছে বিপিএলের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। ১৯ বছর বয়সী আফিফ হোসেন ধ্রুবর বিপিএল অভিষেক হয় রাজশাহী কিংসের হয়ে। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন তিনি। এরপর খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের জার্সি গায়ে বিপিএল খেলেছেন ধ্রুব। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ অভিষেক হয় এ অলরাউন্ডারের।
অভিষেকের পর এখন পর্যন্ত ৩১টি টি-২০ খেলা আফিফের ২১.২০ গড়ে মোট রান ৪১৩। ২ ফিফটির মালিক আফিফের স্ট্রাইক রেট ১২৩.২৪। এছাড়া বল হাতে ১৫ উইকেট নিয়েছেন আফিফ। যেখানে সেরা বোলিং ফিগার ২১ রানে ৫ উইকেট।
সিপিএলের আসন্ন মৌসুমটি ২১ অগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ সূচিতে আনা হয়েছে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী সিপিএল শুরু হবে ৪ সেপ্টেম্বর এবং চলবে ১২ অক্টোবর পর্যন্ত।
প্লেয়ার্স ড্রাফট কেমন হলো ৬ দলের স্কোয়াড
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস
ইসুরু উদানা, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েট, র্যাসি ভ্যান ডার ডুসেন, লরি এভান্স, শেলডন কটরেল, ডেভন থমাস, রায়াদ এমরিট, শামারাহ ব্রুকস, জেরেমিয়া লুইস, ডমিনিক ড্রেকস, আফিফ হোসেন, কিরন কোটয়, আকিম জর্ডান, উসামা মির ও অ্যারন জোন্স।
সেন্ট লুসিয়া স্টারস
লাসিথ মালিঙ্গা, ফাওয়াদ আহমেদ, ড্যারেন সামি, থিসারা পেরেরা, আন্দ্রে ফ্লেচার, কেসরিক উইলিয়ামস, জন ক্যাম্পবেল, নিরোশান ডিকওয়েলা, ওবেদ ম্যাকয়, রাহকিম কর্নওয়াল, রোলান্ড ক্যাটো, জিভর রয়াল, আন্দ্রে ম্যাককার্থি, বেউরান হেনড্রিক্স, ক্রিস্টোফার বার্নওয়েল, কেডি লেসপরিস ও নিতিশ কুমার।
বার্বাডোজ ট্রাইডেন্টস
অ্যালেক্স হেলস, জেসন হোল্ডার, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, স্বন্দ্বীপ লামিচানে, জনসন চার্লস, শাই হোপ, অ্যাশলে নার্স, ইমাদ ওয়াসিম, জোনাথন কার্টার, চেমার কে হোল্ডার, লেনিকো বুচার, রশন প্রিমাস, রেমন রেইফার, জাস্টিন গ্রেভস, জশুয়া বিশপ ও হেইডেন ওয়ালশ।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়রস
শাদাব খান, নিকোলাস পুরান, শোয়েব মালিক, শিমরন হেটমেয়ার, বেন লাফলিন, ক্রিস গ্রিন, কিমো পল, শেরফানে রাদারফোর্ড, ব্র্যান্ডন কিং, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, কিগান সিমন্স, চন্দরপল হেমরাজ, ভিরাসামি পেরমল, অ্যান্থনি ব্রাম্বেল, ক্লিন্টন পেস্টানো ও সৌরভ নেত্রভাল্কার।
জ্যামাইকা তালাওয়াস
আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, চ্যাডউইক ওয়ালটন, রভম্যান পাওয়েল, জাহির খান, ওশানে থমাস, গ্লেন ফিলিপস, জর্জ ওয়াকার, আমাদ বাট, ক্রিস্টোফার ল্যামন্ট, শামার স্প্রিঙ্গার, রামাল লুইস, স্টিভেন জ্যাকবস, দার্ভাল গ্রিন, জাভেলে গ্লেন, ইমরান খান ও জ্যাভিয়ের মার্শাল।
ত্রিনবাগো নাইট রাইডার্স
ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, কলিন মুনরো, দীনেশ রামদিন, ড্যারেন ব্রাভো, মোহাম্মদ হাসনাইন, খারি পিয়েরে, জিমি নিশাম, সেকুগে প্রসন্ন, আমির জাঙ্গু, অ্যান্ডারসন ফিলিপ, মার্ক দেয়াল, টিওন ওয়েবস্টার, জীবন সেয়ারলস, আকিল হোসেন ও আলি খান।