আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০১৯
আইপিএলে দুর্দান্ত আন্দ্রে রাসেল বিগ ব্যাশ থেকে বাদ!

ছবি : বিসিসিআই

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে চলমান আইপিএলে দুর্দান্ত খেলছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল। ব্যাটিং ঝড়ে স্বদেশীয় ব্যাটিং দানব ক্রিশ গেলইকেও ছাড়িয়ে গেছেন তিনি। তবে আইপিএলে দুর্দান্ত খেলা সত্ত্বেও অস্ট্রেলিয়া বিগ ব্যাশ দল থেকে বাদ পড়ছেন ক্যারিবীয় এ অলরাউন্ডার।

বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডার রাসেলের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৫-১৬ মৌসুমে সিডনি থান্ডারকে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আন্দ্রে রাসেল। তবে পরের বছর বাজে ফর্মের কারণে পাঁচ ম্যাচের পর তাকে একাদশের বাইরে রাখা হয়। ফলে আইপিএলে অনবদ্য ফর্মে থাকা সত্ত্বেও রাসেলকে রাখাতে আগ্রহী নয় সিডনি থান্ডার।

সিডনি থান্ডার দলের কোচের দায়িত্বে রয়েছেন শেন বন্ড। আর অধিনায়কের দায়িত্বে রয়েছেন শেন ওয়াটসন। জানা গেছে, গত আসরে অপ্রত্যাশিত পারফরম্যান্সের কারণে বিগ ব্যাশে এবারের আসরে রাসেলের সঙ্গে চুক্তি নবায়ন করছে না সিডনি থান্ডার।

আইপিএলে এবারের আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার শেন ওয়াটসন। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল।

চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২২টি ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। এছাড়া দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। তার একক পারফমেন্সেই কলকাতার বেশ কয়েকটি ম্যাচে জয় তুলে নিয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

দুই ম্যাচে দুই গাড়ি, গ্যারাজ বড় করতে হবে আন্দ্রে রাসেলের

কিংস ইলেভেন পাঞ্জাবকেও হারিয়ে দিল কলকাতা

কিংস ইলেভেন পাঞ্জাবকেও হারিয়ে দিল কলকাতা

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা

সাকিবকে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নিল কলকাতা

রেকর্ড তো বটেই, অবিশ্বাস্য কীর্তি গড়লেন রাসেল

রেকর্ড তো বটেই, অবিশ্বাস্য কীর্তি গড়লেন রাসেল