টি-২০তেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৫ মার্চ ২০১৯
টি-২০তেও হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

ছবি: ক্রিকইনফো

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচ টি-২০ সিরিজেও হোয়াইটওয়াশ হলো সফরকারী শ্রীলঙ্কা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান রিজা হ্যানড্রিক্স ৬৬ ও ডোয়াইন প্রিটোরিয়াস ৭৭ রান করেন। এছাড়া অধিনায়ক জেপি ডুমিনি ১৪ বলে করেন ৩৪ রান।

লঙ্কানদের পক্ষে সুরাঙ্গা লাকমল ও জেফরি ভ্যান্ডারসে ১টি করে উইকেট শিকার করেন।

বৈরি পরিবেশের কারণে ১৭ ওভারে শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৩ রান। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩৭ রানইে অলআউট হয়ে যায় সফরকারীরা।south-africaসর্বোচ্চ রান করনে নিরোসন ডিকওয়ালা ৩৮ রান। এছাড়া ইসুরু উদানা করেন ৩৬ রান। অ্যাঞ্জেলো পেরেরা ১৫ রান ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পায়নি।

স্বাগতিকদের পক্ষে অ্যান্ডিলে ফেলুকায়ো একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া জুনিয়র ডালা শিকার করেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৯৮/২ (হেনড্রিকস ৬৬, প্রিটোরিয়াস ৭৭*, দুমিনি ৩৪*; মালিঙ্গা ০/৪০, উদানা ০/৩৬, ডি সিলভা ০/৫, লাকমল ১/৩৮, দনাঞ্জয়া ০/৪২, ভ্যান্ডারসে ১/৩৫)

শ্রীলঙ্কা : (১৭ ওভারে লক্ষ্য ১৮৩) ১৫.৪ ওভারে ১৩৭ (ডিকভেলা ৩৮, অ্যাঞ্জেলো ১৫, উদানা ৩৬, দনাঞ্জয়া ৯; ডালা ২/২৯, ফেলুকওয়ায়ো ৪/২৪, প্রিটোরিয়াস ১/১২, সিপামলা ২/২২)

ফল : ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকা ৪৫ রানে জয়ী
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যান অব দ্য ম্যাচ : ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)
ম্যান অব দ্য সিরিজ: রিজা হেনড্রিকস।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

আইসিসির উপহার পেলের রুমানা

আইসিসির উপহার পেলের রুমানা

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

ইংল্যান্ডেও টাইগারদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে!

বাংলাদেশ বাঘের মতো শিকার ধরে : শেবাগ

বাংলাদেশ বাঘের মতো শিকার ধরে : শেবাগ