অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটরস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩০ এএম, ১৮ মার্চ ২০১৯
অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটরস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথম দুই আসরেই রানারআপ হওয়া কোয়েটা গ্ল্যাডিয়েটরস অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল। রোববার রাতে চতুর্থ আসরের ফাইনালে পেশোয়ার জালমিকে ৮ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সরফরাজ আহমেদরা।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ হাসনাইনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের বেশি করতে পারেনি পেশোয়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন উমর আমিন। এছাড়া কামরান আকমল ২১ ও শোয়েব মাকসুদ করেন ২০ রান।

কোয়েটার পক্ষে বল হাতে ৪ ওভারে ৩০ রান খরচায় ৩ উইকেট নেন ফাইনাল সেরার পুরষ্কার জেতা হাসনাইন। ডুয়াইন ব্রাভো ২টি এবং মোহাম্মদ নওয়াজ ও ফাওয়াদ আহমেদ নেন ১টি করে উইকেট।

১৩৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে আহমেদ শেহজাদের অপরাজিত ফিফটিতে ১৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় কোয়েটা। ৫১ বলে ৫৮ রান করেন শেহজাদ। এছাড়া আহসান আলি ২৫ ও রাইলি রুশো ৩৯ রানে অপরাজিত থাকেন।

 PSL

টুর্নামেন্টে ১২ ম্যাচে ৪ ফিফটিতে ৪৩০ রান করে আসরের সেরা খেলোয়াড় এবং সেরা ব্যাটসম্যানের পুরষ্কার জিতেছেন কোয়েটার অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন। বল হাতে ১৩ ম্যাচে ২৫ উইকেট নিয়ে সেরা বোলার নির্বাচিত হয়েছে পেশোয়ারের পাকিস্তানি পেসার হাসান আলি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

ক্রিকেটে অবদান রাখায় পদক পাচ্ছেন আকরাম-ইউনুস

ক্রিকেটে অবদান রাখায় পদক পাচ্ছেন আকরাম-ইউনুস

আইসিসির নিয়ম কি ভারতের জন্য নয়?

আইসিসির নিয়ম কি ভারতের জন্য নয়?

সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা

সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা