পিএসএলের ফাইনালে কোয়েটা-পেশোয়ার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ এএম, ১৭ মার্চ ২০১৯
পিএসএলের ফাইনালে কোয়েটা-পেশোয়ার

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মুখোমুখি হচ্ছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। করাচি ন্যাশনাল স্টেডিয়াম থেকে দুই দলের ফাইনালি লড়াই সরাসরি সম্প্রচার করবে পিটিভি স্পোর্টস।

পিএসএলের চতুর্থ আসরে দারুণ ধারাবাহিক কোয়েটা ও পেশোয়ার। গ্রুপপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দুই দল। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে খেলছে তারা। এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে পেশোয়ার। তবে ট্রফি ছুঁয়ে দেখা হয়নি কোয়েটার।

এবারের আসরে দল হিসেবে বেশ শক্তিশালী দুই ফ্র্যাঞ্চাইজিই। কোয়েটার ডেরায় আছেন শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, রাইলি রুশো, উমর আকমল, ডোয়াইন ব্রাভো, সোহেল তানভির, মোহাম্মদ হাসনাইনের মতো শক্তি। রয়েছেন সরফরাজ আহমেদ নামের বিচক্ষণ নেতা। স্বাভাবিকভাবেই শিরোপার অন্যতম দাবিদার তারা।

অন্যদিকে পেশোয়ারে আছেন কামরান আকমল, ইমাম-উল-হক, মিসবাহ-উল-হক, কাইরন পোলার্ড, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, হাসান আলীর, টাইমাল মিলসের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট। তাদের নেতৃত্বে রয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি।

সঙ্গত কারণে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঁকি দিচ্ছে, পেশোয়ারের দ্বিতীয় নাকি কোয়েটার প্রথম?

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ (সম্ভাব্য) :
শেন ওয়াটসন, আহমেদ শেহজাদ, আহসান আলী, রাইলি রুশো, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নাওয়াজ, সোহেল তানভির, মোহাম্মদ হাসনাইন, আনোয়ার আলী/ ফাওয়াদ আহমেদ।

পেশোয়ার জালমি একাদশ (সম্ভাব্য):
কামরান আকমল (উইকেটরক্ষক), ইমাম-উল-হক, শোয়েব মাকসুদ, ওমর আমিন, মিসবাহ-উল-হক, কাইরন পোলার্ড, ক্রিস জর্ডান, ড্যারেন স্যামি (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ, হাসান আলী ও টাইমাল মিলস।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে পিএসএলে নীরবতা

দশ বছরেও পাকিস্তান ঘরে ফিরাতে পারেনি ক্রিকেট

দশ বছরেও পাকিস্তান ঘরে ফিরাতে পারেনি ক্রিকেট

সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা

সরফরাজের সংবাদ সম্মেলনে পিসিবির বাধা

ক্রিকেটে অবদান রাখায় পদক পাচ্ছেন আকরাম-ইউনুস

ক্রিকেটে অবদান রাখায় পদক পাচ্ছেন আকরাম-ইউনুস