দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন টি-২০ সিরিজে শ্রীলঙ্কা দলে পুনরায় ডাক পেলেন পেসার সুরাঙ্গা লাকমাল। চলতি সফরের শেষ ধাপে অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সনের জন্য আজ ঘোষিত শ্রীলঙ্কা দলে ফিরেছেন ফিরেছেন জেফরি ভ্যান্ডারসে, সাদিরা সামারাবিক্রমা এবং আসিথা ফার্নান্দোও। তবে দলে জায়গা হয়নি দাসুন শানাকার।
সিমিত ওভারে দীর্ঘ দিন বাইরে থাকার পর দলে ফিরলেন লাকামল। ২০১৮ সালের মার্চে জাতীয় দলের হয়ে নিজের সর্বশেষ টি-২০ এবং একই বছর সেপ্টেম্বর ওযানডে খেলেছেন এ পেসার। ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে খেলার পর শ্রীলঙ্কার হয়ে আর কোন ওয়ানডে খেলেননি লেগ স্পিনার ভ্যান্ডারসে।
এ্যাঞ্জেলো পেরেরা, আবিস্কা ফার্নান্দো এবং প্রিয়মাল পেরেরাও দলে জায়গা ধরে রেখেছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ভাল করলেও নেই ওশাদা ফার্নান্দো। দলে ফিরেছেন উপুল থারাঙ্গা এবং বিশ্ব ফার্নান্দো।
আগামী ১৯, ২২ এবং ২৪ মার্চ তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সফরকারী শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা টি-২০ দল :
লাসিথ মালিঙ্গা(অধিনায়ক), নিরাশান ডিকবেলা, আবিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিজ, প্রিয়মল পেরেরা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আসিথা ফার্নান্দো, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, লক্ষন সান্দাকান।