এবার ৭১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ১১ মার্চ ২০১৯
এবার ৭১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ছবি : এএফপি

অজানা, অদ্ভুত বৃত্তে আটকা পড়েছে টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। মাত্র দুই দিনের ব্যবধানে দুইবার একশ'র নিচে অলআউট হলো তারা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হওয়ার পর এবার ৭১ রান।

রোববার রাতে মাত্র ৭১ রানে অলআউট হওয়ার পর ৫৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। এর ফলে ওয়ানডে সিরিজে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভিড উইলি এবং মার্ক উডের বোলিং তোপে ইনিংসের শুরু থেকেই রাজ্যের অন্ধকার নেমে আসে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। প্রথম বলেই সাজঘরে ফেরেন শাই হোপ।

নিজের তিন ওভারের প্রথম স্পেলেই উইন্ডিজের কোমর ভেঙে দেন উইলি। মাত্র ৭ রান খরচায় তিনি তুলে নেন ৪ উইকেট। উইলির পরপর আক্রমণে এসে ৩ ওভারে ৯ রান খরচায় ৩ উইকেট নেন মার্ক উড। এছাড়া আদিল রশিদ ২ এবং জো ডেনলি নেন ১টি উইকেট।

মাত্র ১৩ ওভারেই ৭১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে জন ক্যাম্পবেল, জেসন হোল্ডার এবং নিকলাস পুরান করেন ১১ রান করে।

৭২ রান তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ১৩ বলে ২০, জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৭ রান, জো রুট ১১ বলে ৪ এবং ইয়ন মরগ্যান ৮ বলে করেন ১০ রান।

এদিকে ক্যারিয়ার সেরা বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ডেভিড উইলি। তিন ম্যাচে দারুণ খেলার পুরষ্কারস্বরূপ সিরিজ সেরার পুরষ্কার পেয়েছেন ক্রিস জর্ডান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ডি ককের শতকে দক্ষিণ আফ্রিকার ৩০০ পার

ডি ককের শতকে দক্ষিণ আফ্রিকার ৩০০ পার

ইংল্যান্ডের ব্যাটিং কোচ থেকে বাদ রামপ্রকাশ

ইংল্যান্ডের ব্যাটিং কোচ থেকে বাদ রামপ্রকাশ

ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ

ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ