শুরু হচ্ছে ইউরোপিয়ান নতুন টি-২০ লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০৬ মার্চ ২০১৯
শুরু হচ্ছে ইউরোপিয়ান নতুন টি-২০ লিগ

যাত্রা শুরু করতে যাচ্ছে ইউরোপিয়ান নতুন টি-২০ ক্রিকেট লিগের। স্কটল্যান্ড, নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে নতুন এ ইউরোপিয়ান টি-২০ লিগের আয়োজন করবে।

নতুন এ লিগ আয়োজনে ইতোমধ্যেই একটি চুক্তিতে উপনীত হয়েছে তিন বোর্ড। আগামী ৩০ আগস্ট- ২২ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হবে বলে তিন বোর্ডের যৌথ এক বিবৃতিতে জানানো হয়।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে পরামর্শ করে আয়োজিত এ টুর্নামেন্টের নাম ও ভেন্যু আগামী এপ্রিলে ঘোষণা করা হবে।
প্রতিটি দেশের দুটি করে তিন দেশের মোট ছয়টি শহর কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে গ্রুপ পর্বে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।

ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যালকম ক্যানন বলেছেন, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডকে নিয়ে ছয় দলের একটি ইউরোপিয়ান টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব স্কটল্যান্ডে ক্রিকেটের উন্নতির জন্য একটি চমৎকার উদ্যোগ।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রত্যেক দলে ঘরোয়া অন্তত ৯ জন এবং সর্বোচ্চ সাত জন বিদেশি খেলোয়াড় থাকতে হবে। প্রত্যেক দলের সেরা একাদশে ঘরোয়া ছয় জন খেলোয়াড় রাখা বাধ্যতামূলক।

সূচিতে সমস্যা না হলে প্রত্যেক দেশের জাতীয় দলের কোচ ও সাপোর্টিং স্টাফদের অংশ গ্রহণে কোন বাধা থাকবে না বলেও তিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

আর্জেন্টিনার হয়ে খেলতে মেসির একগাদা শর্ত

আর্জেন্টিনার হয়ে খেলতে মেসির একগাদা শর্ত

মাঠে ডুকে ধোনিকে ‘দৌড়ালেন’ ভক্ত (ভিডিও)

মাঠে ডুকে ধোনিকে ‘দৌড়ালেন’ ভক্ত (ভিডিও)

কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়

কোহলির সেঞ্চুরিতে ভারতের মাইলফলক তিন জয়

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ