ওয়ানেডে সিরিজের মতো চার-ছক্কার স্রোত দেখা গেল না। বরং ব্যাট-বলের লড়াই বেশ জমল টি-টোয়েন্টি সিরিজের শুরুতে। টম কারানের ৪ উইকেটের পর ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে নিল জনি বেয়ারস্টোর দারুণ ইনিংস।
প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় মঙ্গলবার ক্যারিবিয়ানদের ১৬০ রানে আটকে ইংলিশরা জিতেছে ৭ বল বাকি থাকতে।
টস জিতে বোলিংয়ে নামা ইংলিশরা ম্যাচের দ্বিতীয় ওভারেই পায় সাফল্য। কারান ফেরান ওপেনার শেই হোপকে।
ওয়ানডে সিরিজে ছক্কার রেকর্ড করা ক্রিস গেইল দুই ছক্কায় আবার ইঙ্গিত দিচ্ছিলেন তেমন কিছুর। তবে এবার তাকে ১৫ রানেই থামান ক্রিস জর্ডান। তিনে নামা শিমরন হেটমায়ারকেও ফেরান কারান।
চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভো ও নিকোলাস পুরান গড়েন ৬৪ রানের জুটি। আক্রমণে ফিরে এই জুটি ভাঙেন জর্ডান। দুটি ছক্কা মারলেও ব্রাভোর ২৮ রান আসে ৩০ বলে।
ক্যারিবিয়ানদের লড়ার মতো রান এনে দেন মূলত পুরান। ৩৭ বলে চার ছক্কায় এই বাঁহাতি করেন ৫৮ রান। শেষ দিকে তার উইকেটও নেন কারান। ঝড় তুলতে পারেননি কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেনরা।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছেন কারান। ৩ ওভারে ১৬ রান দিয়ে দুটি জর্ডান। দারুণ কার্যকর ছিলেন আদিল রশিদ। ৪ ওভারে ১ উইকেট নিতে খরচ করেছেন মাত্র ১৫ রান।
রান তাড়ায় ইংল্যান্ডের শুরুটা ছিল অদ্ভুত। প্রথম ওভারেই অ্যালেক্স হেলস চার ও ছক্কা মারেন শেলডন কটরেলকে। তবে আউটও হয়ে যান ওই ওভারেই।
তিনে নামা জো রুটকে রানের খাতা খুলতে দেননি কটরেল। এরপরও ইংল্যান্ডের ইনিংস এগিয়ে চলছিল দ্রুতগতিতেই। বেয়ারস্টো যে খেলছিলেন দুর্দান্ত!
তৃতীয় উইকেটে ওয়েন মর্গ্যানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো, যাতে অধিনায়ক মর্গানের অবদান ছিল কেবল ১৬ বলে ৮!
শেষ পর্যন্ত ৯ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬৮ করে আউট হন বেয়ারস্টো। পঞ্চম উইকেটে আরেকটি অর্ধশত রানের জুটি গড়েন জো ডেনলি ও স্যাম বিলিংস।
এই দুজনের কেউ শেষ করে আসতে পারেননি কাজ। ২৯ বলে ৩০ করে ফেরেন ডেনলি, ১৬ বলে ১৮ বিলিংস। তবে লক্ষ্য খুব বড় ছিল না বলে জিততে খুব বেড় পেতে হয়নি ইংলিশদের।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬০/৮ (হোপ ৬, গেইল ১৫, হেটমায়ার ১৪, ব্রাভো ২৮, পুরান ৫৮, ব্র্যাথওয়েট ০, অ্যালেন ৮, হোল্ডার ৭, রার্স ১৩*; উইলি ০/২০, কারান ৪/৩৬, জর্ডান ২/১৬, রশিদ ১/১৫, প্লাঙ্কেট ০/৪৪, ডেনলি ১/২৮)
ইংল্যান্ড: ১৮.৫ ওভারে ১৬১/৬ (হেলস ১১, বেয়ারস্টো ৬৮, রুট ০, মর্গ্যান ৮, ডেনলি ৩০, বিলিংস ১৮, উইলি ১*, কারান ২* ; কটরেল ৩/২৯, টমাস ০/১৮, নার্স ১/৩২, হোল্ডার ১/২৬, ব্র্যাথওয়েট ১/৩৩, অ্যালেন ০/৮)।
ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: জনি বেয়ারস্টো