প্রতি বছর হবে ডিপিএল টি-২০: পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ০৫ মার্চ ২০১৯
প্রতি বছর হবে ডিপিএল টি-২০: পাপন

ফাইল ছবি

অবশেষে সফলভাবে শেষ হয়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসের প্রথম টি-২০ আসর। এ আসর প্রতি বছর অব্যহত থাকবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটার ছাড়া আমরা ঘরোয়াতে ৫০ ওভারের ম্যাচেই খেলতে চাইনা। আর টি-টুয়েন্টিতে উৎসাহ আরও কম, এমনটাই এতদিন শুনে এসেছিলাম। আমরা এটা থেকে বের হয়ে আসতে চেয়েছিলাম এবং আমরা পেরেছি।’

‘জাতীয় দলের ক্রিকেটাররা থাকুক বা না থাকুক এই আসর হবেই ঘরোয়াতে। যেহেতু এটার সাথে জাতীয় দলের ক্রিকেটারদের থাকা বা না থাকার পার্থক্য নাই সেহেতু আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা চালু হয়েছে এবং এটা থাকবে।’

‘আসরটি বছরের কোন সময়ে হবে তা নিয়েও পরিকল্পনা আছে বিসিবির। 'এটা প্রিমিয়ার লীগের সাথেই থাকবে, প্রিমিয়ার লীগ না হলেও এটা হবে। মানে এটা প্রতি বছর থাকবে এটাই হল কথা।’

জাতীয় দলের সেরা ক্রিকেটার বা বিদেশী ক্রিকেটার ছাড়াই বেশ আলোড়ন ছড়িয়ে সমাপ্ত হওয়া আসরটি নিয়ে গর্ব করছেন দেশের ক্রিকেট সর্বোচ্চ অভিভাবক পাপন। ‘অনেক আগে থেকেই আমাদের ইচ্ছা ছিল এটা করার। এবার আমরা করতে পেরেছি, তাই আমি খুশি। এবারের আসর আমার কাছে খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে জাতীয় দলের ক্রিকেটার বা বিদেশী ক্রিকেটার ছাড়া একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ন আসর হতে পারে যেটায় বাংলাদেশের মানুষের খুব আগ্রহ আছে, এটা ভালো লেগেছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ালটন ডিপিএল টি-২০ প্রথম আসরে চ্যাম্পিয়ন শেখ জামাল

ওয়ালটন ডিপিএল টি-২০ প্রথম আসরে চ্যাম্পিয়ন শেখ জামাল

ডিপিএল টি-২০ ফাইনাল : সন্ধ্যায় মাঠে নামছে শেখ জামাল-দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনাল : সন্ধ্যায় মাঠে নামছে শেখ জামাল-দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ দোলেশ্বর

শাইনপুকুরকে হারিয়ে ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামাল

শাইনপুকুরকে হারিয়ে ডিপিএল টি-২০ ফাইনালে শেখ জামাল