এবি ডি ভিলিয়ার্সকে ছাড়াই পাকিস্তানে যাচ্ছে লাহর কালান্দার্স। পিঠে ইনজুরির কারণে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার এ কিংবদন্তী। ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিদ্ধান্ত নেয়া হয়েছিল ডি ভিলিয়ার্স কালান্দার্সের হয়ে লিগ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিবেন। কিন্তু ইনজুরির কারণে ডাক্তারের পরামর্শে তিনি বিশ্রামে যাচ্ছেন।
এর আগে মোহাম্মদ হাফিজ ইনজুরিতে পড়ার পর দলটির অধিনায়কত্বের দায়িত্ব পান ভিলিয়ার্স। পাকিস্তানি দর্শকদের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমি পাকিস্তানি সমর্থকদের সামনে খেলতে পারবো না, এজন্য অত্যন্ত হতাশ। ডাক্তার আমাকে দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। দুর্ভাগ্যবশত, আমি করাচিতে খেলতে পারছি না।'
সংযুক্ত আরব আমিরাতে চলছে পিএসএল। মঙ্গলবার (৫ মার্চ) ইউএই লেগ শেষ হবে। এরপর দলগুলো যাবে পাকিস্তানে। সেখানে গ্রুপ পর্বের শেষ চার ম্যাচসহ কোয়ালিফায়ার ম্যাচগুলো হবে। করাচিতে ৯ মার্চ হবে ফাইনাল।
পিএসএলে পাকিস্তান পর্বের ম্যাচগুলো হওয়ার কথা ছিল লাহোর এবং করাচিতে। তবে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো শুধুই করাচিতে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।