ঢাকা প্রিমিয়ার লিগের ট-টোয়েন্টি ফরম্যাটে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার দুপুরে দিনের প্রথম সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ৫ উইকেটে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি খেলোয়াড়দের ভিড়ে দেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণের সুযোগ পান কম। যে কারণেই এই টুর্নামেন্টের আয়োজন।
সে হিসেবে বলা যায় ডিপিএল টি-টোয়েন্টি লিগ এখন পর্যন্ত সফলই। দেশীয় ক্রিকেটাররা নিজেদের মেলে ধরছেন দুর্দান্ত পারফর্ম দিয়ে।
মিরপুরে প্রথম সেমিফাইনালে শেখ জামালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শাইনপুকুর। ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানের মাথায় শূন্য রানে সাজঘরে ফেরেন শাইনপুকুরের ওপেনার মোহাম্মদ রাকিব। এরপর সাব্বির হোসেন আর আফিফ হোসেন মিলে ১১৩ রানের জুটি গড়েন।
আফিফ ৪১ বলে ৬৫ রানের ইনিংস খেলে বিদায় নেন সালাউদ্দিন শাকিলের বলে বোল্ড হয়ে। এরপর আরেক ওপেনার সাব্বির ফিরেন ৩২ বলে ৪৭ রান করে।
চার নম্বরে ব্যাট করতে আসা তৌহীদ হৃদয় ২৪ রানে ফিরে গেলেও শুভাগত হোম খেলেন ১৭ বলে ৩১ রানের দুর্দান্ত ইনিংস।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শেখ জামালের হয়ে ৪ উইকেট নেন শাকিল। এছাড়া ২ উইকেট নেন শাহিদুল ইসলাম ও ১টি উইকেট নেন ইলিয়াস সানী।
শাইনপুকুরের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব বেশি ভালো হয়নি শেখ জামালের। ওপেনার ইমতিয়াজ হোসেন ১১ রানে, আরেক ওপেনার ফারদিন অনি ফেরেন ২২ রান করে।
এরপর হাসানুজ্জামান ১৩ আর নাসির হোসেন করেন ১৬ রান। তানভীর হায়দার রানের খাতাই পারেননি খুলতে।
দলীয় ৬৫ রানে যখন ৫ উইকেট নেই ধানমন্ডির দলটির, তখন হাল ধরেন দলনেতা নুরুল হাসান সোহান আর জিয়াউর রহমান।
দুজনই মাঠ ছাড়েন অপরাজিত থেকে। সোহান করেন ৩১ বলে ৪১ আর জিয়া খেলেন ২৯ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস।
জিয়ার এই অর্ধশতকের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি আর ৭টি ওভার বাউন্ডারি। শাইনপুকুরের হয়ে ২ উইকেট নেন সোহরাওয়ার্দী শুভ আর ১টি করে উইকেট নেন টিপু সুলতান ও দেলওয়ার হোসেন।