ফরহাদ রেজার অলরাউন্ডার নৈপূণ্যে সেমিফাইনালে দোলেশ্বর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
ফরহাদ রেজার অলরাউন্ডার নৈপূণ্যে সেমিফাইনালে দোলেশ্বর

ম্যাচটা জিতলেই শুধু হতো না, হিসেব ছিল রান রেটের। প্রাইম ব্যাংকের কাজটা কঠিন বললেও আসলে কম বলা হয়। এমন একটা পরিস্থিতিই সেরাটা বের করে আনল ঘরোয়া লিগের পরীক্ষিত পারফর্মার ফরহাদ রেজার। ব্যাটে-বলে দুর্দান্ত ফরহাদ দুই ওভার বাকি থাকতেই প্রাইম দোলেশ্বরকে এনে দিলেন ৩ উইকেটের জয়।

আর তাতেই বিকেএসপি ও গাজী গ্রুপ ক্রিকেটারসকে টপকে প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শেষ চারে জায়গা করে নিল দোলেশ্বর। আগামীকাল সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক, অন্য সেমিতে মুখোমুখি শাইনপুকুর ও শেখ জামাল

বৃষ্টিতে কাল ভেসে যাওয়ার পর আজ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন চলে এসেছিল দোলেশ্বর-গাজী গ্রুপের ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে গাজীকে দারুণ একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার মাহেদী হাসান ও ওয়ালিউল করিম। ৬ ওভারের দুজন এনে দিয়েছেন ৫০ রানের জুটি। ২৪ বলে ৩৯ রান করে আউট মাহেদী, এরপরেই ছোট একটা ধস নামে। ৬৬ রানের মধ্যে ওয়ালিউল ও তিনে নামা রনি তালুকদারও।

গাজীকে টেনে তোলার কাজটা আবার শুরু করেন শামসুর রহমান ও তৌহিদ তারেক। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ৫৬ রান। তবে রান রেটটা একটু ধীর হতে শুরু করে তখন। তৌহিদ ২৬ রান করে আউট হওয়ার পর শেষের দিকে দারুণ বোলিংয়ে গাজীকে ১৫০র নিচে বেঁধে রাখে দোলেশ্বর। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে তাতে সবচেয়ে বড় অবদান ফরহাদ রেজার।

কিন্তু ফরহাদের আসল কাজটা বাকি ছিল তখনো। পঞ্চম উইকেট যাওয়ার পর যখন ক্রিজে এলেন তখন ম্যাচটা অনেকটাই হেলে গাজীর দিকে। বাকি ছিল ৫১ বল, ৫ উইকেট নিয়ে দোলেশ্বরকে করতে হতো ৭৩ রান। আর রান রেটের হিসেব তো ছিলই। সৈকত আলীকে নিয়ে ফরহাদ শুরু করলেন সব কিছুর সঙ্গে তাল মেলানো।

মাত্র ২৬ বলে ৫১ রান তুললেন দুজন। তিন ছয় ও তিন চারে ফরহাদ যখন ১৫ বলে ৩৬ রান করে আউট হয়েছেন, দোলেশ্বরের জয়টা তাদের দিগন্তেই। ২১ বলে ২৮ রানে অপরাজিত থেকেই বাকি কাজটা সেরেছেন সৈকত। ১৮ ওভারে জিতে রান রেটেও টপকে গেছে বাকিদের।

সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২০ ওভারে ১৪৫/৬ (মেহেদী ৩৯, ওয়ালিউল ১২, রনি ৮, শামসুর ৩৬, তারেক ২৬, মাইশুকুর ৫*, সাজ্জাদুল ১৫, আবু হায়দার ০*; মানিক ০/২৩, আরফাত ১/২৩, সানি ২/৩৭, এনামুল ১/২৮, রেজা ২/১৮, মাহমুদুল ০/১৫)।

প্রাইম দোলেশ্বর: ১৮ ওভারে ১৪৬/৭ (সাইফ ১৭, আরাফাত ০, ফরহাদ ৩২, মার্শাল ৮, মাহমুদুল ৭, সৈকত ২৮*, রেজা ৩৬, আসলাম ৮, মানিক ৩*; আবু হায়দার ২/৩০, রুবেল ১/২৪, রাব্বি ০/৪৩, রিহানুদ্দিন ২/১৫, মেহেদী ০/৩০)। 

ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৩ উইকেটে জয়ী।



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টির বাঁধায় গাজী-দোলেশ্বর ম্যাচ স্থগিত

বৃষ্টির বাঁধায় গাজী-দোলেশ্বর ম্যাচ স্থগিত

বৃষ্টি আইনে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

বৃষ্টি আইনে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ জামাল

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর

ঢাকা প্রিমিয়ার লিগ টি-২০তে প্রথম সেমিফাইনালে শাইনপুকুর

দ্রুততম ফিফটির রেকর্ড করলেন শুভাগত

দ্রুততম ফিফটির রেকর্ড করলেন শুভাগত