ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টি-২০ লিগে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বুধবার শেখ জামাল বৃষ্টি আইনে ৪ রানে হারিয়েছে উত্তরা স্পোটিং ক্লাবকে।
গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১১ রানে হারিয়েছিল শেখ জামাল। আর নিজেদের প্রথম ম্যাচে উত্তরা বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়েছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। ফলে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল গ্রুপ চ্যাম্পিয়ন ও সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় উত্তরা। গ্রুপের দু’টি ম্যাচ হেরে এবারের টুর্নামেন্ট থেকে বিদায় নেয় খেলাঘর।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় উত্তরা। বৃষ্টির কারণে ৮ ওভারের নির্ধারিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৭২ রান করে শেখ জামাল। দলের পক্ষে ১৮ বলে ২৫ রান করেন ওপেনার ফারদিন হাসান। এছাড়া ইমতিয়াজ হোসেন ১২ ও নাসির হোসেন অপরাজিত ১১ রান করেন। উত্তরার সাজ্জাদ ৮ রানে ৩ উইকেট নেন।
জবাবে ৭ ওভারে জয়ের জন্য ৬৪ রানের টার্গেট পায় উত্তরা। কিন্তু পুরো ওভার ব্যাট করে ৫ উইকেটে ৫৯ রানের বেশি করতে পারেনি তারা। দলের পক্ষে আনিসুল ইসলাম ইমন ১৩, অধিনায়ক মহিমিনুল খান-শাকির হোসেন শুভ্র ১২ রান করে করেন। ২ ওভারে ১১ রানে ২ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন শেখ জামালের ইলিয়াস সানি।