ওয়াসিম আকরামের বিরুদ্ধে অশালীনতা অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
ওয়াসিম আকরামের বিরুদ্ধে অশালীনতা অভিযোগ

ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ চলাকালে করাচি কিংসের সভাপতি ওয়াসিম আকরাম বিরুদ্ধে লাহোর কালান্দারসের মালিক ফাওয়াদ রানার পরিবারের সদস্যের সাথে অশালীন আচারণে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওয়াসিম আকরামের পাশাপাশি দুই ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের বিরুদ্ধেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়।

এঘটনাকে কেন্দ্র করে পিসিএল কর্তৃপক্ষের নিকট ওই তিন জনের বিরুদ্ধে লাহোর কালান্দারসের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

লাহোর কালান্দারসের দাবি, গত ১৬ ফেব্রুয়ারি করাচি কিংস বনাম লাহোর কালান্দারসের বিপক্ষে ম্যাচ কালান্দারসের মালিক ফাওয়াদ রানার পরিবারের সদস্যের সঙ্গে উত্তপ্ত বাকবিনিময় ও অশালীন আচরন করেন। এসময় যোগ দেন দুই ক্রিকেট আমির এবং ইমাদও। তখন বেশ কয়েকবার অশালীন অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে তাদের।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাহোরের হসপিটালিটি বক্স থেকে অজ্ঞাত পরিচয়ে এক দর্শক ক্ষেপিয়ে তুলেছিলেন আকরামকে। যা পরে রূপ নেয় বাকবিতণ্ডায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবেই ম্যাচ রেফারি রোশান মহানামাকে জানায় লাহোর কর্তৃপক্ষ।

তবে এ বিষয়টি পিসিবি এবং পিএসএল আয়োজকরা কোন আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। পিসিবির এক মুখকর্তা জানিয়েছেন সোমবার সন্ধ্যা পর্যন্তও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার দুই দলের পরবর্তী ম্যাচের আগেই যথাযথ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সূত্রে জানা গেছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

এবার ক্রিকবাজের পিএসএল বয়কট

এবার ক্রিকবাজের পিএসএল বয়কট

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি

টস হলেও ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ম্যাচের বল মাঠে গড়ায়নি