মানিকের হ্যাটট্রিকের ম্যাচে সুপার ওভারে বিকেএসপির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
মানিকের হ্যাটট্রিকের ম্যাচে সুপার ওভারে বিকেএসপির জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টি-২০ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। সোমবার সুপার ওভারে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবকে ২ রানে হারিয়েছে বিকেএসপি।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় প্রাইম দোলেশ্বর। বিকেএসপির বোলারদের দুর্দান্ত বোলিং-এ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে প্রাইম দোলেশ্বর।

ব্যাট হাতে বিকেএসপির বোলারদের সামনে লড়েছেন মাহমুদুল হাসান ও মোহাম্মদ আরাফাত। মাহমুদুল ৪৩ বলে ৪১ ও আরাফাত ২৪ বলে ২৯ রান করেন। বিকেএসপির সুমন খান ১৮ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় বিকেএসপি। তবে মিডল-অর্ডারে ৮০ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান মিডল-অর্ডার দুই ব্যাটসম্যান শামিম হোসেন ও উইকেটরক্ষক আকবর আলী। শামিম ৪৫ ও আকবর ৪২ রানে ফিরে গেলে, ম্যাচ নিয়ে শংকায় পড়ে যায় বিকেএসপি।

শেষ পর্যন্ত শংকাই সঠিক হয়। পরের দিকের ব্যাটসম্যানরা দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। তবে ১১১ রানে গুটিয়ে গিয়ে ম্যাচটি টাই করে বিকেএসপি। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ৬ রান করে বিকেএসপি। জবাবে ৪ রানের বেশি করতে পারেনি প্রাইম দোলেশ্বর।



শেয়ার করুন :


আরও পড়ুন

শহিদুলে দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু শেখ জামালের

শহিদুলে দুর্দান্ত বোলিংয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু শেখ জামালের

এক ম্যাচে ১১ জনের অভিষেক

এক ম্যাচে ১১ জনের অভিষেক

দুুপুরেই ফ্লাইড লাইটের আলোয় খেলা

দুুপুরেই ফ্লাইড লাইটের আলোয় খেলা

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু