দুুপুরেই ফ্লাইড লাইটের আলোয় খেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
দুুপুরেই ফ্লাইড লাইটের আলোয় খেলা

দুপুর ১টার সময় স্টেডিয়ামে জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাইড লাইট। ছবি: স্পোর্টস মেইল২৪

শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লিগের ম্যাচে ম্যাচে দুপুর ১টার সময়ই জ্বালিয়ে দেওয়া হয় ফ্লাইড লাইটের আলো। বৈরি আবহাওয়ার কারণে আলো স্বল্পতা থাকায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব-খেলাঘর সমাজকল্যাণ সমিতির মধ্যকার ম্যাচটি দিনের বেলাতেও ফ্লাইড লাইটের আলো জ্বালিয়ে অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হ্ওায়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৪) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

ফলে সকালে থেকেই মিরপুরে দেখা যায় আলো স্বল্পতা। এছাড়া হালকা বাতাসও ছিল মাঠে।

এ ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নুরুল হাসানের ৪৩ ও নাসিরে হোসেনের ৩৪ রানের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে।

এর আগে, চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু হয়। এসময় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে ক্রিকেটাররা।



শেয়ার করুন :


আরও পড়ুন

শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

শুভাগত-সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে শাইনপুকুর জয়

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা