চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯
চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু

ছবি: বিসিবি

চকবাজারে নিহতদের স্মরণ করে প্রিমিয়ার টি-২০ লিগ শুরু হয়েছে। সোমবার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লার খান সাহেব উসমান স্টেডিয়ামের দুটি ম্যাচ শুরু আগে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে ক্রিকেটাররা।

দিনের প্রথম ম্যাচে ফতুল্লার খান সাহেব উসমান স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ ম্যাচে সাব্বির হোসেন এবং শুভাগত হোমের দুর্দান্ত ব্যাটিংয়ে পগঞ্জকে পাঁচ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নেয় শাইনপুকুর।

শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। খেলাঘর সমাজকল্যাণ সমিতি টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নুরুল হাসানের ৪৩ ও নাসিরে হোসেনের ৩৪ রানের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলে।

এছাড়া, পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

উল্লেখ্য, প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের মূল আসরের স্পন্সর ওয়ালটন টি-২০ টুর্নামেন্টেরও স্পন্সর হিসেবে থাকছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুই ভেন্যুতে শুরু হওয়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল