ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় নিহত ৪০ জন জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ভারত-অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ শুরুর আগে দুদেশের খেলোয়াড়রা নিহত জওয়ানদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন এবং কালো ব্যাজ ধারণ করেন।
পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ব্যাটিংয়ে নেমে ভারত সুবিধাজনক স্থানে রয়েছে।
এদিকে, বিশ্বকাপে আগে টি-২০ ম্যাচ কেন? অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরু আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি এমন প্রশ্ন তুলেছেন্
তিনি বলেন, ‘‘বিশ্বকাপের আগে আরও কয়েকটি ওয়ান ডে খেলতে পারলেই ভাল হত। ব্যাপারটা অনেক যুক্তিপূর্ণ হত। আইপিএলে আমরা অনেক টি-টোয়েন্টি খেলার সুযোগ পাব। তাই এই সিরিজে আরও দুটি ওয়ানডে পেলে শুধু আমাদের নয়, অস্ট্রেলিয়ার পক্ষেও লাভজনক হতো।’’
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহত হন। এঘটনার পেছনে পাকিস্তান সরকারের মদদ রয়েছে বলে দাবি করে আসছে ভারত। ফলে ঘটনাটি কেন্দ্র করে রাজনৈতিক মাঠ থেকে শুরু করে খেলার মাঠেও ছড়িছে এর উত্তাপ।