প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
প্রিমিয়ার লিগের টি-২০ স্পন্সরও ওয়ালটন

প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের মূল আসরের স্পন্সর ওয়ালটন টি-টোয়েন্টি টুর্নামেন্টেরও স্পন্সর হিসেবে থাকছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুই ভেন্যুতে শুরু হওয়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, মডেল গ্রুপের পরিচালক কানাই লাল সরকার ও গাজী টেলিভিশনের পরিচালক আরমান আশরাফ ফয়েজ।

এসময় ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‌‌‘‘এটি সময়োপযোগী ও চমৎকার উদ্যোগ বিসিবির। সে জন্য বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের পাশে ওয়ালটন থাকতে পেরে আনন্দিত। আমরা আগেই বলেছি, বিসিবির যেকোনো ভালো উদ্যোগের পাশে ওয়ালটন গ্রুপ আছে এবং আগামীতেও থাকবে।’

ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘‌‘আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা সোমবার থেকে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি শুরু করতে যাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগের পর ওয়ালটন গ্রুপ টি-টোয়েন্টির স্পন্সর হয়েছে। আমরা এর আগেও টুর্নামেন্ট করতে চেয়েছিলাম। নানা জটিলতায় পারিনি। এবার সেই সুযোগটি পেয়েছি। আশা করছি আগামীতেও আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লাহ খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে টি-২০ টুর্নামেন্ট। বিসিবির অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি (জিটিভি) টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ইউটিউব ও ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে। নতুন এ টুর্নামেন্টের খেলা দেখেতে কোন টিকিট লাগবে না।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর