প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
প্রিমিয়ার লিগের টি-২০ সম্প্রচারে দেশীয় কলা-কুশলীরা

বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো সব সময় সম্প্রচারের কাজ বিদেশি কলা-কুশলীদের দিয়ে করানো হতো। তবে প্রথম বারের মতো দেশীয় কলা-কুশলীদের মাধ্যমে প্রিমিয়ার লিগের টি-২০ সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার বিকেলে মিরপুরে ডিপিএলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা অনুষ্ঠানে গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ এ তথ্য জানান।

বিসিবির অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি (জিটিভি) টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ইউটিউব ও ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে। নতুন এ টুর্নামেন্টের খেলা দেখেতে কোন টিকিট লাগবে না।

এ বিষয়ে গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ বলেন, ‌‘‘আমাদের জন্য এটি খুবই সাহসী সিদ্ধান্ত। এই প্রথম এইচডি প্রোডাকশনে আমরা বাংলাদেশের কলা-কুশলী নিয়ে নিজেদের যন্ত্রপাতি ব্যবহার করে সম্প্রচার করব।’’

তবে বিপিএলের মতো যদি ভুল-ত্রুটি থাকে সেটার জন্যও তিনি সবার কাছে আগেই ক্ষমা চেয়েছেন। ‘‘যদি প্রচারে কোনো ভুল-ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। ঠিকঠাক করতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক ম্যাচও তাদের মাধ্যমে সম্প্রচারের আগ্রহ আমরা দেখাব।’’

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লাহ খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে টি-২০ টুর্নামেন্ট। দুই ভেন্যুতে প্রতিদিন চারটি খেলায় শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। চার গ্রুপের শীর্ষ চারদল ওঠবে সেমিফানাইলে। আগামী ১ মার্চ মিরপুরে হবে দুই সেমিফাইনাল এবং ৩ মার্চ মিরপুরেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ