প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
প্রিমিয়ার লিগের টি-২০ খেলা দেখতে টিকিট লাগবে না

ফাইল ফটো

ঢাকা প্রিমিয়ার লিগের নতুন টি-২০ টুর্নামেন্টের তিনটি ম্যাচ টিভি ও অনলাইনে সম্প্রচার করা হবে। বিসিবির অফিসিয়াল ব্রডকাস্টার গাজী টিভি (জিটিভি) টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া ইউটিউব ও ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হবে। নতুন এ টুর্নামেন্টের খেলা দেখেতে কোন টিকিট লাগবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দুই ভেন্যুতে শুরু হওয়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিসিবি পরিচালক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, স্থানীয় ক্রিকেটারদের টি-২০ খেলার সুযোগ দিতেই বিপিএলের বাইরে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রিমিয়ার লিগের পঞ্চাশ ওভারের মূল আসর শুরুর আগে ক্লাবগুলোও নিজেদের ঝালাই করে নিতে পারবে। কোন বিদেশি খেলোয়াড় না থাকায় দেশি ক্রিকেটাররাই নিজেদের মুন্সিয়ানা দেখাতে পারবে।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লাহ খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শুরু হবে টি-২০ টুর্নামেন্ট। দুই ভেন্যুতে প্রতিদিন চারটি খেলায় শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। চার গ্রুপের শীর্ষ চারদল ওঠবে সেমিফানাইলে। আগামী ১ মার্চ মিরপুরে হবে দুই সেমিফাইনাল এবং ৩ মার্চ মিরপুরেই অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ডিপিএলে শুরু থেকে ভালো করতে চাই : আশরাফুল

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর

ক্রিকেটপ্রেমিদের জন্য বিসিবির সুখবর

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ