ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯
ফের সরাসরি সম্প্রচারে পিএসএল

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে জঙ্গিদের বোমা হামলায় অন্তত ৪০ জন ভারতীয় আধাসামরিক সেনা নিহতের ঘটনার জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সরাসরি সম্প্রচার বন্ধ করে দেয় ভারতের বেসরকারি ক্রীড়া সম্প্রচার মাধ্যম ডি স্পোর্টস।

ফলে টুর্নামেন্টটি বেশ কিছুদিন ধরে টেলিভিশনে আর সরাসরি দেখা যাচ্ছিলো না। শুধু তাই নয়, ভারতভিত্তিক বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজও পিএসএলের সকল স্কোর এবং সংবাদ প্রচার বয়কট করে।

তবে অবশেষে পিএসএল সরাসরি সম্প্রচারের জন্য এগিয়ে এলো ব্লিটজ গ্রুপ। এছাড়া, ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে পিসিবির সাথে চুক্তি করেছে ট্রেন্স গ্রুপ।

পিএলএল সরাসরি সম্প্রচারের বিষয়ে বুধবার গ্রুপ দুটির সাথে পিসিবি চুক্তি করে। এ চুক্তির ফলে বৃহস্পতিবার থেকে ফের টেলিভিশনে সরাসরি দেখা যাবে পিসিবি। তবে কোন চ্যানেলে তা সম্প্রচার করা হবে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে পিসিবির ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম আকরাম বলেন, ‘‘যাদের সাথে আমাদের চুক্তি ছিল, তারা পিসিএল সম্প্রচার থেকে সড়ে দাঁড়ায়। তবে আমরা নতুন সম্প্রচার মাধ্যমের সাথে চুক্তি করেছি।’’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চতুর্থ আসরের পর্দা উঠে। ওই দিনই পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ মহাসড়কের ওপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিল সিআরপিএফ’ এর গাড়িবহর। পথে গোরিপোরার কাছে একটি বাসে ধাক্কা মারে বিস্ফোরকভর্তি একটি গাড়ি। এই আত্মঘাতী হামলায় ভারতের অন্তত ৪০ জন আধাসামরিক সেনা নিহত হন। এ ঘটনা পাকিস্তানের মাদদে হচ্ছে বলে দাবি করছেন ভারতীয়রা।

তাই ভারতীয় ক্রিকেটার থেকে সরকারের কর্তা ব্যাক্তিরা পাকিস্তানকে দোষ দিয়ে আসছেন। এ ঘটনায় শচীন- কোহিলরা নিন্দা জানলেও গৌতমগম্ভীর রীতিমতো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে চেয়ে বসেছেন। এছাড়া, আসন্ন আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ বর্জনেরও আহবান জানিয়েছেন ক্রিকেটার হরভজন সিং।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক হরভজনের

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ডাক হরভজনের

এবার ক্রিকবাজের পিএসএল বয়কট

এবার ক্রিকবাজের পিএসএল বয়কট

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

কাশ্মীরে হামলার ঘটনায় পিএসএলের সম্প্রচার বন্ধ

ভারতে ক্লাব থেকে নামিয়ে ফেলা হল ইমরান খানের ছবি

ভারতে ক্লাব থেকে নামিয়ে ফেলা হল ইমরান খানের ছবি