ডিপিএলের আগেই শুরু হচ্ছে প্রিমিয়ার টি-২০ লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ডিপিএলের আগেই শুরু হচ্ছে প্রিমিয়ার টি-২০ লিগ

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার টি-২০ লিগ। প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ১২টি দল নিয়েই হবে টি-টোয়েন্টি লিগ। চলতি মাসের ২৫ ফেব্রুয়ারি থেকে এবং ৩ মার্চে শেষ হবে টুর্নমেন্টটি।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয় প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার টি-২০ লিগ আয়োজনের তথ্যটি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রিমিয়ার টি-২০ লিগে অংশগ্রহণকারী ১২ দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিনে হবে গ্রুপপর্বের ম্যাচগুলো। মার্চের ১ তারিখ দুইটি সেমিফাইনাল এবং ৩ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

নকআউট পর্বের ম্যাচ তিনটিই হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে রাতে। এছাড়া সেমিফাইনাল ও গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ করা হবে দিনে-দিনেই।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়াম এবং বিকেএসপির মাঠে হবে গ্রুপপর্বের সব ম্যাচ। একদিনে ভিন্ন ভিন্ন মাঠে হবে তিনটি করে ম্যাচ। টি-টোয়েন্টি লিগটিতে কোনো বিদেশি খেলোয়াড় থাকছে না।



শেয়ার করুন :


আরও পড়ুন

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ

একই দলে মাশরাফি-রুবেল-মিরাজ

টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

টানা অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর ওয়ালটন

ঢাকা প্রিমিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর   

ঢাকা প্রিমিয়ারে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফি-মাহমুদউল্লাহর  

ডিপিএলে কার কত মূল্য?

ডিপিএলে কার কত মূল্য?