শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমবার শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
শ্বাসরুদ্ধকর ফাইনালে প্রথমবার শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস

অস্ট্রেলিয়ার ঘরোয়া বিগ ব্যাশ লিগ(বিবিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল মেলবোর্ন রেনেগেডস। গ্যালারি ভর্তি দর্শকের সামনে টুর্নামেন্টের অষ্টম আসরের ফাইনালে রবিবার মেলবোর্ন রেনেগেডস ১৩ রানে হারায় মেলবোর্ন স্টার্সকে। শুধু প্রথম শিরোপাই নয়; এবারই প্রথম বিগ ব্যাশ লিগের ফাইনালে উঠেছিল মেলবোর্ন রেনেগেডস। প্রথমবারের বাজিমাত।

মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মেলবোর্ন স্টার্স। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি মেলবোর্ন রেনেগেডস। উপরের সারির পাঁচ ব্যাটসম্যানের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে ৬৫ রানে ৫ উইকেট হারায় তারা। এরপর শক্ত হাতে দলের হাল ধরেন টম কুপার ও ড্যানিয়েল ক্রিস্টিয়ান।

মেলবোর্ন স্টার্সের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলে দলকে লড়াই করার পুঁজব এনে দেন কুপার ও ক্রিস্টিয়ান। ৫৮ বলে ৬০ রানের জুটি গড়েন তারা। এ জুটির কল্যানে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় মেলবোর্ন রেনেগেডস। কুপার ৩৫ বলে ২টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ ও ক্রিস্টিয়ান ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন।

জবাবে উড়ন্ত সূচনাই করে মেলবোর্ন স্টার্স। ১৩ ওভারে ৯৩ রান করেন দলের দুই ওপেনার বেন ডাঙ্ক ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ৩৯ রানে আউট হলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ডাঙ্ক। ৩৮ বলে ২ চার ১ ছক্কায় ৩৯ রান করেন স্টোয়িনিস। আর ৪৫ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৫৭ রান করে ফিরেন ডাঙ্ক।

দুই ওপেনারের বিদায়ের পর ছোটখাট ধস নামে মেলবোর্ন স্টার্সের ব্যাটিং লাইন-আপে। ফলে শেষ ৭ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান যোগ করতে পারে মেলবোর্ন স্টার্স। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রানে থামে তারা। মেলবোর্ন রেনেগেডসের ট্রিমেন-বয়সে-ক্রিস্টিয়ান ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মেলবোর্ন রেনেগেডসের ক্রিস্টিয়ান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ছক্কায় গ্যালারিতে শিশু আহত, অতপর... (ভিডিও)

ছক্কায় গ্যালারিতে শিশু আহত, অতপর... (ভিডিও)

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চান এমপি মাশরাফি

নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

নিষেধাজ্ঞা মুক্তির দুইদিন পরেই মাঠে নামছেন স্মিথ-ওয়ার্নার

পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়

পিএসএলের উদ্বোধনী ম্যাচে ইসলামাবাদের জয়