বল-ব্যাটে শীর্ষে ফিঞ্চ-ইমাদ, অলরাউন্ডারে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৬ ডিসেম্বর ২০১৭
বল-ব্যাটে শীর্ষে ফিঞ্চ-ইমাদ, অলরাউন্ডারে সাকিব

ক্রিকেটের টি-টুয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও বোলারাদের তালিকায় পাকিস্তানের ইমাদ ওয়াসিম র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠলেন। তবে অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থানে ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান

ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শেষে নতুন র‌্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন র‌্যাংকিং প্রকাশের আগে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস।

এভিন লুইসকে হটিয়ে শীর্ষস্থান দখলে নিলেন ফিঞ্চ। তার রেটিং এখন ৭৮৪। ৪ রেটিং কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস। ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অংশ না নেয়া ভারতের অধিনায়ক বিরাট কোহলি নেমে গেছেন তৃতীয়স্থানে। তার রেটিং ৭৭৬। লুইসের সাথে কোহলির রেটিং ব্যবধান ৪।

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দু’ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি। ফলে তৃতীয় ম্যাচে দলে সুযোগই হয়নি বুমরাহর।

ভারতের ডান-হাতি পেসার উইকেট না পাওয়ায় কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলেও শীর্ষে উঠলেন পাকিস্তানের ইমাদ। ৭১৮ রেটিং নিয়ে সবার উপরে আছেন ইমাদ। ১ রেটিং কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।

শীর্ষস্থান হারিয়ে ৭০২ রেটিং নিয়ে তৃতীয়স্থানে নেমে গেছেন বুমরাহ। এই তালিকায় সপ্তম ও নবমস্থানে রয়েছেন যথাক্রমে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

তবে ব্যাটসম্যান ও বোলারদের তালিকার শীর্ষস্থানে পরিবর্তন হলেও অলরাউন্ডারদের শীর্ষস্থানে কোন পরিবর্তন হয়নি। ৩৫৩ রেটিং নিয়ে শীর্ষস্থানেই রয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলনেতা সাকিব আল হাসান।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল

নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে দুই নতুন মুখ, ফিরলেন গাপটিল

চার দিনের দিবা-রাত্রির টেস্টে ভিন্ন নিয়মকানুন

চার দিনের দিবা-রাত্রির টেস্টে ভিন্ন নিয়মকানুন

ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

ভারতের কাছে হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার

ত্রিদেশীয়-দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াডে ৩২ টাইগার