ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের সঙ্গে আবারো চুক্তি বদ্ধ হলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির। আগামী গ্রীস্মে টি-২০ ব্লাস্টে এসেক্সের হয়ে আটটি ম্যাচ খেলার জন্য নতুন করে চুক্তিবদ্ধ হলেন তিনি।
২০১৭ সালে এসেক্সের হয়ে খেলেছিলেন আমির। প্রথম শ্রেনি ও টি-২০ ফরম্যাটের ম্যাচে অংশ নিয়ে এসেক্সের হয়ে ২৮ উইকেট শিকার করেছিলেন ২৬ বছর বয়সী আমির।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পুরো আসর শেষ করেই টি-২০ ব্লাস্টে খেলতে ইংল্যান্ডে যাবেন আমির। ছোট ফরম্যাটে গ্রুপ পর্বে আটটি ম্যাচ খেলবেন তিনি।
আমিরকে দলে পেয়ে এসেক্সের প্রধান কোচ অ্যান্থোনি ম্যাকগ্রা বলেন, ‘সে দুর্দান্ত এক বোলার। তাকে আবারো দলে পেয়ে আমরা উচ্ছসিত। নতুন ও পুরনো বলে সে দারুন পারফরমেন্স করে। ২০১৭ সালে নিজেকে ভালোভাবে প্রমাণ করেছে আমির। আশা করবো, আগামী মৌসুমে তার কাছ থেকে সেরাটাই পাবে দল।’
আগামী ১৮ জুলাই এসেক্সের প্রথম ম্যাচেই মাঠে নামবেন আমির। তবে পারিবারিক সমস্যার কারনে পরের দু’টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। ১৬ আগস্ট এসেক্সের হয়ে শেষ ম্যাচ খেলবেন আমির।
২০১০ সালে স্পট ফিক্সিংয়ের কারনে পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন আমির। নিষেধাজ্ঞা থেকে ফিরে এখন নিয়মিত ক্রিকেট খেলে চলেছেন তিনি। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩৬টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ৪২টি টি-২০ ম্যাচ খেলেছেন মেধাবী এ পেসার।