সংক্ষিপ্ত ভার্সন টি-২০ ক্রিকেটে ৩শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ খেলতে নেমেই এই মাইলফলক স্পর্শ করেন ধোনি।
বিশ্বের ১৩তম ও ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে টি-২০তে ৩শ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন ধোনি।
টি-২০তে ৩শ ম্যাচ খেলার তালিকায় সবার উপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। সর্বোচ্চ ৪৪৬টি ম্যাচ খেলেছেন তিনি। এলিট এই ক্লাবে আরও আছেন-
ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো-ক্রিস গেইল-সুনীল নারাইন-ডুয়াইন স্মিথ, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, পাকিস্তানের শোয়েব মালিক-সোহেল তানভীর, নেদারল্যান্ডসের রায়ার টেন ডসেট, দক্ষিণ আফ্রিকার আলবি মরকেল, ইংল্যান্ডের রবি বোপারা-লুক রাইট।
ধোনির এই ৩শ মধ্যে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে ৯৬টি। ৩শ ম্যাচে তার মোট রান ৬১৩৪ রান যার মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ১৫৪৬ রান ।