সদ্য আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া জার্মানি সিরিজ খেলার জন্য দল ঘোষণা করেছে। দেশটির ক্রিকেট বোর্ড টুইটারে এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে।
গত জানুয়ারীতে আইসিসির টি-টোয়েন্টি স্ট্যাটাস পায় জার্মানি। দেশটি বেলজিয়াম ও ইতালির বিপক্ষে টি-২০ সিরিজ খেলার ঘোষনা দিয়েছে। মে মাসের শুরুতে বেলজিয়াম সফর করবে জার্মান দল। বেলজিয়ামের ব্রাসেলস শহরে তাদের বিপক্ষে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে জার্মানি। একই মাসের শেষের দিকে নিরপেক্ষ ভেন্যু নেদারল্যান্ডে ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ইতালির বিপক্ষে।
এদিকে, স্পেনও নিজেদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক সিরিজে স্পেন মুখোমুখি হবে অপর ইউরোপীয় দল ফিনল্যান্ডের। স্বাগতিক হিসেবে থাকছে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের কেরাভা জাতীয় ক্রিকেট মাঠে আগস্টের ১৬ থেকে ১৮ তারিখ ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
প্রসঙ্গত, ক্রিকেটকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আইসিসি ১০৪টি সদস্য দেশকে টি-টোয়েন্টি স্ট্যাটাস প্রদান করেছে। চলছি বছরের পহেলা জানুয়ারী থেকে পুরুষদের টি-টোয়েন্টি স্ট্যাটাস কার্যকর হলেও ওই সব দেশের নারী ক্রিকেটের দলের টি-২০ স্ট্যটাস কার্যকর হবে পহেলা জুলাই থেকে।