অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটে মাত্র ১০ রানে একটি দলের অল আউট হবার লজ্জাজনক ঘটনা ঘটেছে।
বুধবার ন্যাশনাল ইন্ডিজেনাস ক্রিকেট চ্যাম্পিয়নশীপে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে পশ্চিম অস্ট্রেলিয়া ১০ রানে অল আউট হয়ে গেছে। অবশ্য দলীয় এই স্কোরে সর্বোচ্চ ছয় রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ওপেনার ফেবি মানসেলের ব্যাট থেকে এসেছে বাকি চার রান। এছাড়া ১০জন ব্যাটারই শুন্য রানে সাজ ঘরের পথে হেঁটেছেন।
অবিশ্বাস্য বোলিং পরিসংখ্যানের জন্ম দিয়ে রোক্সানে ফন-ভিন দুই ওভারে এক রানে নিয়েছেন ৫ উইকেট। নাওমি উডস মাত্র দুই বল করে দুটিতেই উইকেট তুলে নিয়েছেন।
ইনিংসটির স্থায়ীত্ব ছিল মাত্র ৬২ বলের। নিউ সাউথ ওয়েলস টি-২০ ম্যাচটিতে জয় তুলে নিতে খেলেছে মাত্র ১৫ বল।