বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে রাভাল

সফরকারী বাংলাদেশের বিপক্ষে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এর আগে একটি সীমিত ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ঐ ম্যাচের জন্য নিউজিল্যান্ড একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।

একমাত্র প্রস্তুতি ম্যাচের জন্য ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডে জিত রাভালকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কোয়াডের মধ্যে একমাত্র রাভালই আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা সম্পন্ন।

রাভালকে অধিনায়কত্বের দায়িত্ব দেয়ার ব্যাপারে নিউজিল্যান্ড দলের নির্বাচক গেভিন লারসেন বলেন, ‘ঘরোয়া টি-২০ লিগ সুপার স্ম্যাশে অকল্যান্ডের হয়ে কোন ম্যাচই খেলেননি রাভাল। তাই বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের অধিনায়কত্ব করবে সে। সেই সাথে আসন্ন সিরিজের জন্য নিজেকে ঝালাই করে নেবে রাভাল।’

আগামী ১০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রস্তুতি ম্যাচের পর ১৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড একাদশ স্কোয়াড
জিত রাভাল (অধিনায়ক), এন্ড্রু ফ্লেচার, রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল ফিলিপস, কাটেনে ক্লার্ক, সিন সোলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওর্কম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জামি ব্রাউন।



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সফরেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা বুঝা যাবে: কোচ

নিউজিল্যান্ড সফরেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা বুঝা যাবে: কোচ

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি

নিউজিল্যান্ড সফরে টাইগারদের সূচি

নিউজিল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা

নিউজিল্যান্ড সফরে ঢাকা ছাড়লেন মুশফিক-মোস্তাফিজরা

মাশরাফির বলে আউট মাশরাফি!

মাশরাফির বলে আউট মাশরাফি!