টি-টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রামে পাঠানো হয়েছিল প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে। বাড়িতে বসেই স্টেইন টুইট করেছিলেন, ‘‘যথেষ্ট হয়েছে। কাউচে বসে আরামে খেলা দেখছি। আমিও কী আরাম কেদারায় বসা সমালোচকদের মতো হয়ে উঠলাম?’’
স্টেইনের এমন টুইটের পরেই খোঁচা দিয়েছিলেন এক পাকিস্তানি সমর্থক। তিনি জানিয়েছিলেন, ‘‘টেস্ট সিরিজে বাবর আজমের ব্যাটে প্রহার সহ্য করার পরে তোমার সত্যিই বিশ্রামের প্রয়োজন।’’
প্রতিপক্ষ দলের সমর্থকের কাছে এমন কটূক্তি শুনে ফোঁস করে ওঠেন স্টেইনগান। তিনি বলে দেন, ‘‘হ্যা, ৩-০ টেস্ট সিরিজ জয় সত্যিই প্রহারের মতো ঘটনা।’’ টুইটের সঙ্গে ‘বার্ন’ লিখে হ্যাশট্যাগও জুড়ে দেন তিনি।
সম্প্রতি, চোট আঘাতের জেরে ব্যতিব্যস্ত তারকা পেসার প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন জাতীয় দলে। ফিরেই দেশকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিততে সাহায্য করেছেন। তিনি প্রমাণ করেছেন, ফুরিয়ে যাননি এখনও। তবে তারকা পেসারকে চোটমুক্ত রাখতে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাইরে রেখেছিল প্রোটিয়াজ টিম ম্যানেজমেন্ট।