ওয়ানডে সিরিজ শেষে এবার টি-২০ লড়াইয়ে নামছে সফরকারী ভারত ও নিউজিল্যান্ড। দুই দলেরই লক্ষ্য জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করা। ওয়েলিংটনে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে নিউজিল্যান্ড সফরে আসে ভারত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের বিধ্বস্ত করে ৪-১ ব্যবধানে সিরিজ জয় করে টিম ইন্ডিয়া। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগে সিরিজ জয় নিশ্চিত করেছিল কোহলি-রোহিতরা।
ওয়ানডে জয়ের সুখস্মৃতি নিয়ে এবার টি-২০ সিরিজ জয়ের স্বাদ নিতে মরিয়া অনয়িমিত অধিনায়ক রোহিত শর্মার ভারত। কারন নিউজিল্যান্ডের মাটিতে এখনও টি-২০ সিরিজ জিততে পারেনি ভারত। তাই দুর্দান্ত ফর্মে থাকার সুবিধা কাজে লাগিয়ে নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জিততে মরিয়া টিম ইন্ডিয়া। এমনই ইঙ্গিত দিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে মাত্র একবার সিরিজ খেলেছি আমরা। ২০০৯ সালে। দুই ম্যাচের সিরিজে হেরেছিলাম। দশ বছর পর আবারো সিরিজ খেলতে নামছি এখানে। এবার সিরিজ জিততে চাই আমরা। এবার পুরো দল দুর্দান্ত ফর্মে রয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে সিরিজ জয়ের কাজটা এবারই সাড়তে চাই। এজন্য সিরিজের শুরুটা ভালো হওয়া দরকার। প্রথম ম্যাচ জিতে লক্ষ্য পূরণের মিশন শুরু করার ব্যাপারে আশাবাদি।’
টি-২০ সিরিজ জয়ের ইচ্ছা পোষন করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও। তিনি বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, টি-২০ সিরিজে দল ঘুড়ে দাঁড়াবে। টি-২০ সিরিজ জিতে ওয়ানডের স্মৃতি ভুলতে চাই আমরা। টি-২০ সিরিজে আমাদের দলটি বেশ শক্তিশালী। আমরা সিরিজ জয়ের জন্য নিজেদের সেরাটাই দিবো। তবে সিরিজে শুভ সূচনা করতে হবে। তাহলে পরবর্তীতে আমাদের উপর চাপ কমবে।’
ভারত দল (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), খলিল আহমেদ, যুজবেন্দ্রা চাহাল, শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, কুলদিপ যাদব, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, ঋসভ পান্থ, বিজয় শঙ্কর ও সুবমান গিল।
নিউজিল্যান্ড দল (সম্ভাব্য): কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুগেলিজেন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সিইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও ব্লেয়ার টিকনার।