উদিয়মান নেপাল ওয়ানডের পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পেলো। তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ খেলায় সংযুক্ত আরব আমিরাতকে ১৪ হারায়। এ জয়ে ১-২ সিরিজ জিতে নিলো নেপাল।
সোমবার দুবায়ের একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাত টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিন বৃষ্টির কারণে ২০ ওভারে ম্যাচ ১০ ওভারে কমিয়ে আনা হয়। টসে হেরে শুরুটা ভালো হয়নি নেপালের।
তবে অধিনায়ক পরস খাদকা ১৪ বলে ২৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এছাড়া তিনটি ছক্কাসহ সান্দিপ ১১ বলে ২৮, বিনোদ বিহারি ১৩ বলে ২১, গান্ধেনাথ মাল্লা নয় বলে ১১ এবং কারান কেপি পাঁচ বলে ১০ রান করেন। ফলে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানে নেপালের ইনিংস থামে।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু ভালো করে আরব আমিরাত। গোলাম সাব্বের (২৫), সাইমন আনোয়ার (৩০), মোহাম্মদ বুটা (১১) রান করেন। তবে বাকী ব্যাটসম্যানদের রান এক অঙ্কে ঘরেই সীমাবদ্ধ থাকে। ফলে আরব আমিরাত ৮ উইকেট হারিয়ে ৯০ রানের বেশি তুলতে পারেনি।
নেপালের বোলার কারান, অবিনাষ বোহরা ও লালিথ রাজবাংশি দুটি করে উইকেট নেন। আর সোমপাল কামি ও সান্দিব একটি করে উইকেট পান।