সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রামে ডু-প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯
সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রামে ডু-প্লেসিস

ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টি-২০ ম্যাচে বিশ্রামে থাকছেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু-প্লেসিস। গতরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ৬ রানে জয়ের পর এমন কথা নিজেই বলেন ডু-প্লেসিস।

ম্যাচ শেষে ডু-প্লেসিস বলেন, ‘শেষ দুই ম্যাচে আমি বিশ্রামে থাকবো। এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। একসাথে তিন ফরম্যাটে খেলা এখন অনেক কঠিন। আন্তর্জাতিক অঙ্গনে সামনে অনেক ম্যাচ আছে। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম আমাকে তরতাজা করবে। তাই শেষ দুই ম্যাচে আমি থাকছি না। শেষ দুই ম্যাচে নতুন কেউ দায়িত্ব পালন করবে। নতুন অধিনায়ক কে হবে, তা এখনও ঠিক হয়নি। তবে এটি বলতে পারি, সেরা কাউকেই বেছে নেয়া হবে। যাতে সিরিজের দুই ম্যাচেও দল ভালো ফল করতে পারে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-২০তে ৪৫ বলে ৭৮ রান করেন ডু-প্লেসিস। দ্বিতীয় উইকেটে ৭৩ বল মোকাবেলা করে ওপেনার রেজা হেনড্রিকসের সাথে ১৩১ রান জড়ো করেন ডু-প্লেসিস। এটিই দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
ডু-প্লেসিসের পর দক্ষিণ আফ্রিকার দলের অধিনায়ক হিসেবে প্রথম পছন্দই থাকে উইকেটরক্ষক কুইন্ট ডি কককে। কিন্তু সিরিজ শুরুর আগেই ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন ডি কক। তার জায়গায় ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন কেপ কোবরাসের ব্যাটসম্যান জানেমান মালান।

আগামীকাল জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০। আগামী বুধবার সেঞ্চুরিয়ানে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।



শেয়ার করুন :


আরও পড়ুন

এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই রেকর্ড

এক ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই রেকর্ড

ফের রেকর্ড গড়লেন নেপালি ব্যাটসম্যান

ফের রেকর্ড গড়লেন নেপালি ব্যাটসম্যান

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারলো পাকিস্তান

নিষিদ্ধ হলেন সরফরাজ

নিষিদ্ধ হলেন সরফরাজ