২০২০ সালের টি-২০ বিশ্বকাপের সময় সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী টি-২০ বিশ্বকাপের বাংলাদেশের বাছাইপর্বে তিনটি খেলা রয়েছে।
২০২০ সালের টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাছাইপর্ব খেলতে হবে। সূচি অনুযায়ী ২০২০ সালের ১৯, ২১ ও ২৩ অক্টোবর বাছাইপর্বে তিনটি খেলা রয়েছে বাংলাদেশের। এই তিনটি খেলাই কোয়ালিফায়ার দলের সাথে খেলতে হবে টাইগারদের। তবে কোয়ালিফায়ার কোন কোন দলের সাথে বাংলাদেশ খেলবে তা এখনো ঠিক হয়নি। কারণ নিচের র্যাঙ্কিংয়ে থাকা দল গুলোর মধ্যে কোয়ালিফাই ম্যাচ হবে। তার পর সেখান থেকে বিজয়ী দলের সাথেই খেলা হবে বাংলাদেশের।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবে ১২ টি দল। র্যাংকিংয়ের শীর্ষ আটের পাশাপাশি থাকবে আরও চার দল। র্যাংকিংয়ের নয় ও দশ নম্বরে থাকা দুই দলকে বিশ্বকাপের মূল লড়াইয়ের পূর্বে খেলতে হবে গ্রুপ স্টেজ। আইসিসি টি-টোয়েন্টি কোয়ালিফায়ার থেকে ছয়টি দল উঠে আসবে। তাদের সাথে সেরা-১২ এর লড়াইয়ে নামতে হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে।
আইসিসি টি-২০ র্যাংকিংয়ে শীর্ষে আট এ অবস্থান করায় বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলবে- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
এই তালিকায় নবম থেকে ১৭তম স্থান পর্যন্ত আছে- শ্রীলঙ্কা, বাংলাদেশ, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, হংকং, ওমান ও আয়ারল্যান্ড। তাই এই দলগুলোকে বাছাই পর্বে অংশ নিতে হবে।
এক নজরে সূচি:
১৯ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২১ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩
২৩ অক্টোবর-বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার বি৩