সিনিয়র টাইগাররা টি-টোয়েন্টেতে ইংল্যান্ড বদ না করতে পারলেও, বাংলাদেশের যুবারা হেসে খেলেই হারালো ইংল্যান্ডকে। সিরিজের একমাত্র যুব টি-টোয়েন্টিতে তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা সাকিবের ছোবলে চার ওভারের মধ্যেই হারায় তিন উইকেট। নতুন বলের আরেক বোলার রাকিবুল হাসানও উইকেট শিকারে যোগ দিলে ইংল্যান্ড ৩৬ রানে হারায় ৪ উইকেট।
পঞ্চম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন হিল ও গোল্ডসওয়ার্থি। ৩৫ বলে ৩৪ রান করা হিলকে ফিরিয়ে জুটি ভাঙেন শামিম হোসাইন। এরপর ইংলিশরা শেষ দিকেও তুলতে পারেনি প্রতাশিত রান। দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব নেন আরও একটি উইকেট। ফলে ইংলিশদের ১২০ রানে আটকে রাখে টাইগাররা।
১২১ রান জয়ের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশকে ৫০ রান এনে তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। ২২ বলে ২৮ করে ফেরেন তানজিদ। রাট রেটের চাপ না থাকায় মাহমুদুল ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নিয়েছেন ৫৪ বলে ৪৪ রান করে।
তিনে নেমে পারভেজ হোসেন খেলেন ২৯ বলে ৩৩ রানের ইনিংস। শেষ দিকে অধিনায়ক আকবর আলির দুই বাউন্ডারিতে জয় ধরা দেয় সহজেই।
৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব। মঙ্গলবার থেকে শুরু হবে দুই দলের যুব ওয়ানডে সিরিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৮ (হিল ৩৪, গোল্ডসওয়ার্থি ১৭, বল্ডারসন ১৬, স্মিড ১৫; রাকিবুল ১/২০, সাকিব ৪/৩০, শামিম ১/৩, রিশাদ ০/২১, আশরাফুল ০/২১, মৃত্যুঞ্জয় ১/২৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৫ ওভারে ১২৩/৩ (তামিম ২৮, মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, শামিম ৬*, আকবর ৮*; হিল ২/১৩, হলম্যান ১/২৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তানজিম সাকিব