সিরিজের প্রথম টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারায় ভারত। অথচ র্যাংকিংয়ে লাভবান হলো পাকিস্তান। টিম ইন্ডিয়ার এমন জয়ে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং-এর শীর্ষস্থানে পাকিস্তান। এই প্রথমবারের মত টি-টোয়েন্টি র্যাংকিং-এর শীর্ষে উঠলো পাকিস্তান।
বর্তমানে র্যাংকিং-এর শীর্ষে থাকা পাকিস্তানের রেটিং ১২৪। দ্বিতীয়স্থানে নেমে যাওয়া নিউজিল্যান্ডের রেটিং এখন ১২১। কিউইদের বিপক্ষে প্রথম টি-২০ জিতেও র্যাংকিং-এ নিজেদের অবস্থানের কোন পরিবর্তন ঘটাতে পারেনি ভারত। পঞ্চমস্থানেও রয়েছে তারা। তবে দুই রেটিং বেড়েছে তাদের। বর্তমানে ১১৮ রেটিং ভারতের।
তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ জিতলে আবারও র্যাংকিং-এর শীর্ষে উঠবে নিউজিল্যান্ড। আগামী ৪ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।