এবার পাকিস্তান সফর বাতিল করলো ক্যারিবিয় নারী অধিনায়ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯
এবার পাকিস্তান সফর বাতিল করলো ক্যারিবিয় নারী অধিনায়ক

ফাইল ফটো

নিরপাত্তা শংকার কারণে আসন্ন পাকিস্তান সফরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের অধিনায়ক স্টেফানি টেইলর। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আজ জানিয়েছে নিরাত্তা নিয়ে শংকা প্রকাশ করে এ মাসের শেষ দিকে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে দলের সঙ্গে যাচ্ছেন না অধিনায়ক।

আগামী ৩১ জানুয়ারি এবং ১ ও ২ ফেব্রুয়ারী করাচিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে ২০১৬ নারী টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নদের।

তবে নারী ক্রিকেটে সেরা অলরাউন্ডারদের একজন টেইলর সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) নিরাপত্তা পরিকল্পনা ও স্বাধীন নিরাপত্তা কমিটির পর্যালোচনার পর পাকিস্তান সফর থেকে টেইলর নাম প্রত্যাহার করে নিয়েছেন।’

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে হামলায় ছয় পুলিশ সদস্য ও দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং ছয় খেলোয়াড় আহত হওয়ার পর থেকে পাকিস্তানে হাতে গোনা কয়েকটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দেশটিতে নিয়মিতভাবে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পদক্ষেপ হিসেবে ২০১৫ সালে জিম্বাবুয়ে দল লাহোরে পাঁচটি এবং ২০১৭ সালে শ্রীলংকা দল সিমিত ওভারের ম্যাচ খেলেছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহি জনি গ্রেভ বলেন, ‘পাকিস্তানে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে আমাদেও বন্ধু পিসিবির জন্য আরো একটি বড় পদক্ষেপ এবং অত্যন্ত আনন্দিত যে আমাদের খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফরা পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে সম্মত হয়েছে।’



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস

পাকিস্তানের বিপক্ষে দলে ডাক পেলেন হেনড্রিকস

ক্ষমা চাইলেন সরফরাজ

ক্ষমা চাইলেন সরফরাজ

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে সমালোচনার মুখে সরফরাজ

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা