ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টুয়েন্টি জন্য ঘোষিত দলে জায়গা হয়নি শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গার। সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন তিনি।
গত অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দল থেকেই ভারতের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন ছয় জন। মূলত সেবার শেষ ম্যাচে পাকিস্তানের লাহোরে নিরাপত্তা ইস্যুতে যেতে না চাওয়াই হয়তো কাল হয়েছে অন্যদের।
এমন কারণেও হয়তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মালিঙ্গাকে বসিয়ে রাখতে পারে। তবে বিশ্রাম দেওয়ার ঠিক কি কারণে তা উল্লেখ করা হয়নি।
বর্তমানে শ্রীলঙ্কা ও স্বাগতিক ভারতের মধ্যে ওয়ানডে সিরিজ চলছে। দুই ম্যাচ শেষে ১-১ ব্যবধানে সমতায় দু’দল। আগামী ২০ ডিসেম্বর থেকে ভারত-শ্রীলঙ্কার টিএটায়েন্টি সিরিজ শুরু হবে। যথাক্রমে কটাক, ইন্দোর ও মুম্বাইয়ে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল
থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, ধানুষ্কা গুনাথিলাকা, নিরোশান ডিকবেলা, আসেলা গুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, চাতুরঙ্গা ডি সিলভা, সচিথ পাথিরানা, আকিলা ধনানঞ্জয়া, দুশমন্থ চামিরা, নুয়ান প্রদীপ ও বিশ্ব ফার্নান্দো।