বিজয় দিবসে সাবেক তারকাদের মিলনমেলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ এএম, ১৭ ডিসেম্বর ২০১৭
বিজয় দিবসে সাবেক তারকাদের মিলনমেলা

বিজয় দিবস প্রদর্শনী ম্যাচকে ঘিরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলা। প্রতি বছরের মতো এবারও সাবেক খেলোয়াড়রা দু’দলে বিভক্ত হয়ে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ হিসেবে একটি টি-টুয়েন্টি প্রদর্শনী ম্যাচ অনষ্ঠিত হয়েছে। ম্যাচে শহীদ জুয়েল একাদশ ৪৬ রানে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশকে।

প্রদর্শনী ম্যাচে টস জিতে শহীদ জুয়েল একাদশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শহীদ মুস্তাক একাদশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৩ উইকেটে ১৭২ রান করে শহীদ জুয়েল একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন সাবেক ওপেনার হান্নান সরকার। তার ৩৯ বলের ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কার মার ছিল। এ ছাড়া ৬২ বলে ৬টি চার ও ১টি ছক্কায় অপরাজিত ৭১ রান করেন জাভেদ ওমর বেলিম।

BCB

জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ করতে পারে শহীদ মুস্তাক একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক আকরাম খান। শহীদ জুয়েল একাদশের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ৩টি উইকেট নেন। ম্যাচ সেরা হন শহীদ জুয়েল একাদশের হান্নান সরকার।

আজকের ম্যাচে লাল জার্সি পড়ে মাঠে নেমেছিল শহীদ জুয়েল একাদশ ও সবুজ জার্সিতে খেলতে নেমেছিল শহীদ মুস্তাকের খেলোয়াড়রা।

১৯৭১ সালের ২৫ মার্চে কালরাতে পাকিস্তানি হানাদারদের হাতে নিহত হয়েছিলেন ক্রীড়া সংগঠক মুস্তাক আহমেদ। মুক্তিযুদ্ধ-পূর্ব পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি থাকা অবস্থায় শহীদ হন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান ও গেরিলা মুক্তিযোদ্ধা আবদুল হালিম চৌধুরী (জুয়েল)।

উল্লেখ্য, মুস্তাক-জুয়েলকে শ্রদ্ধা জানাতে ১৯৭২ সাল থেকে বিজয় দিবসে আয়োজিত হয়ে আসছে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বিজয় দিবস উপলক্ষে শেরে-বাংলায় প্রীতি ম্যাচ

বিজয় দিবস উপলক্ষে শেরে-বাংলায় প্রীতি ম্যাচ

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়

তামিমের হাফ সেঞ্চুরি, আফ্রিদিদের দ্বিতীয় জয়

লারা-পিটারকে পেছনে ফেললেন স্মিথ

লারা-পিটারকে পেছনে ফেললেন স্মিথ

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ

টি-টেন খেলতে পারছেন না মোস্তাফিজ