শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা

নতুন বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি করে টেস্ট ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৩১ জানুয়ারি। প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে এবং প্রথম টেস্ট শেষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে ৮ ফেব্রুয়ারি। এই টেস্টটি হবে ঢাকায়।

টেস্ট সিরিজ শেষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।

উল্লেখ্য, বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক করা হয়েছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্বও তার কাধে। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ও টি-টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। আর টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় মাশরাফিকে পাওয়া যাবে না। তবে টেস্টে তার সহযোগী হিসেবে রয়েছেন টাইগার মাহমুদউল্লাহ রিয়াদ।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আইসিসির প্রস্তাবে হতাশ পাকিস্তান

আইসিসির প্রস্তাবে হতাশ পাকিস্তান

চারদিনের টেস্টে গোলাপি বল, দিনে ৯৮ ওভার

চারদিনের টেস্টে গোলাপি বল, দিনে ৯৮ ওভার

উইকেট নিয়ে কথা বলায় ‘অনুতপ্ত’ তামিম

উইকেট নিয়ে কথা বলায় ‘অনুতপ্ত’ তামিম