বল টেম্পারিংয়ের ঘটনার ৯ মাসের নিষেধাজ্ঞা পর অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট দলে ফিরে তেমন সুবিধা করতে পারেননি। বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলতে নেমে ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন অস্ট্রেলীয় এ ব্যাটসম্যান।
গত মার্চে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার কেপটাউনে টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ঘটে। কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়েছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফটের সিরিশ কাগজ দিয়ে বল ঘষার ব্যাপারটি। এ জন্য তাঁকে ৯ মাসের নিষেধাজ্ঞা মাথা পেতে নিতে হয়। টেম্পারিং ব্যানক্রফট করলেও নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ–অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
এক সপ্তাহ আগেই শেষ হয়েছে ব্যানক্রফটের নিষেধাজ্ঞা। আর রোববার পেশাদার ক্রিকেটের মাঠে নেমে পড়েছিলেন অসি এই ব্যাটসম্যান। কিন্তু প্রত্যাবর্তনটা ভালো হলো না তাঁর। বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে পার্থ স্কোর্চার্সের হয়ে খেলতে নেমে ২ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। বল খেলেছেন মাত্র তিনটি। তাঁর উইকেটটি নিয়েছেন হোবার্ট হারিকেনসের পেসার রাইলি মেরেডিথ।
এছাড়াও দক্ষিণ আফ্রিকার মাটিতে কেপটাউন টেস্টে বল টেম্পারিং-এ দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন স্মিথ ও ওয়ার্নার।