বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮
বছরের শেষ ম্যাচ খেলতে নামবে টাইগাররা

ফাইল ছবি

কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের খুব যে ভালো গেছে তা বলা যাবে না, কিন্তু অন্যান্য সমীকরণে বলছে বছর টা বাংলাদেশেরই ছিল। তাই হয়তো আজ শনিবার বিকেল ৫টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অঘোষিত টি-২০ ফাইনালে জয় দিয়ে বছরটা শেষ করতে চাইবে টাইগাররা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের শেষ ম্যাচটি। এর আগে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজে ভাবে হারে বাংলাদেশে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ঢাকায় ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে সিরিজ ১-১ সমতায় আসে। তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ‘অঘোষিত ফাইনাল’ হিসেবেই ধরা হচ্ছে। 

এদিকে, টাইগারদের টি-২০ ইতিহাসে ষষ্ঠ সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। আজ মিরপুরে তৃতীয় ও শেষ টি-২০ জিততে পারলেই ষষ্ঠবারের মত সিরিজ জিতে নিবে টাইগাররা। এর আগে পাঁচটি দ্বিপক্ষীয় টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ।
২০০৬ সালে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ঐ সময় বাংলাদেশ সফরে এসেছিলো জিম্বাবুয়ে। ঐ সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ১টি টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ-জিম্বাবুয়ে। টি-২০ ম্যাচ দিয়ে সিরিজ শুরু হয়। একমাত্র টি-২০টি ম্যাচটি ৪৩ রানে জিতে নেয়ার সাথে সিবিরজও জয় করে বাংলাদেশ। সেটিই ছিলো টি-২০তে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

টি-২০ ফরম্যাটে ২০১১ সালে দ্বিতীয়বারের সিরিজ জয় করে বাংলাদেশ। নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩ উইকেটে জিতে নেয় টাইগাররা।

পরের বছরই প্রথমবারের মত একের অধিক অর্থাৎ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। আয়ারল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেয় টাইগাররা। সবগুলো ম্যাচই জিতে নেয় বাংলাদেশ। ৩-০ ব্যবধানে আইরিশদের হারায় বাংলাদেশ।

বাংলাদেশের চতুর্থ টি-২০ সিরিজ জয় ছিলো ২০১৫ সালে। দেশের মাটিতে পাকিস্তানের কাছে দুই ম্যাচের টেস্ট ১-০ ব্যবধানে হারলেও, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে টাইগারররা। ঐ সফরেএক ম্যাচের টি-২০ সিরিজও জয় করে টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে।

বাংলাদেশের পঞ্চম ও সর্বশেষ টি-২০ সিরিজ জয় হলো চলতি বছর। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

এছাড়া, এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ক্যারিবিয়দের সাথে টাইগারদের ১১ বার দেখা হয়। তার মধ্যে পাঁচটি বাংলাদেশ ও পাঁচটি ওয়েস্ট ইন্ডিজ জয় পায়। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

টি-২০ ফরম্যাটে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ২৬টিতে জয়, ৫৬টিতে হার ও ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

 

শেষ ম্যাচে জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব। ‘আমাদের সম্ভাবনা অবশ্যই আছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এই (মিশপুর) কন্ডিশনে আমাদের পরিচয় বেশি। আমাদের প্রতিটা খেলোয়াড়রা এই মাঠে অনেক ম্যাচ খেলেছে। তাই স্বাভাবিক ভাবেই এই কন্ডিশনটা আমাদের বেশ পরিচিত।’



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব