বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২১ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ ও উইন্ডিজকে আইসিসির জরিমানা

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করেছে আইসিসি। চলমান টি-২০ সিরিজে দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য দুই দলকেই এ জরিমানা করা হয়েছে। আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজে সমতায় আনতে ব্যাটিংয়ের পর বোলিংয়ের সময় বারবার বোলিং পরিবর্তন আনতে হয়েছে সাকিবকে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পরও দেখা গেছে এক ওভার বেশি সময় নিয়েছে বাংলাদেশ।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২.১ আর্টিকেল অনুযায়ী প্রতি এক ওভার সময়ের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ কারণে বাংলাদেশ দলের সবার ১০ শতাংশ জরিমানা হয়েছে। আর অধিনায়ক হিসেবে সাকিবের ক্ষেত্রে সেটা বেড়ে হয়েছে ২০ শতাংশ।

অন্যদিকে দ্বিতীয় টি-২০তে চারজন পেসারের সব ওভার ব্যবহার করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের ব্যাটসম্যানরাও প্রায় পুরোটা সময় বল সীমানা থেকে কুড়িয়ে আনতে পাঠিয়েছেন ফিল্ডারদের। ফলে নির্ধারিত সময়ের পরও দুই ওভার বল করতে হয়েছে উইন্ডিজদের।

একই কারণে ওয়েস্ট ইন্ডিজের পুরো দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর অধিনায়ক কার্লোস ব্রাফেটের জরিমানা ৪০ শতাংশ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের দুই অধিনায়কই শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিকভাবে আর শুনানির দরকার হয়নি। তবে আগামী ১২ মাসের মধ্যে আরেকবার এমনটা ঘটলে নিষেধাজ্ঞায় পড়তে হবে দুই অধিনায়ককেই। এছাড়া প্রথম টি-২০তেও সাকিবকে জরিমানা করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

টাইগারদের দুর্দান্ত জয়ে সিরিজ সমতা

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

ক্যারিয়ার সেরা বোলিং সাকিবের

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

চ্যালেঞ্জ নিতে ভালো লাগে: সাকিব

শেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সৌম্য

শেষ সিরিজ থেকে অনুপ্রেরণা নিচ্ছেন সৌম্য